রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হ্যাকিং প্রতিরোধে আইওএস ১৪.৪ আপডেট এনেছে অ্যাপল

সাই-টেক ডেস্ক

১৬:০৪, ২৭ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:০৮, ২৭ জানুয়ারি ২০২১

৫৭৬

হ্যাকিং প্রতিরোধে আইওএস ১৪.৪ আপডেট এনেছে অ্যাপল

আইফোন, আইপ্যাড, আইপড ও হোমপড মিনি স্পিকারের জন্য নতুন আপডেট নিয়ে এসেছে অ্যাপল। ব্রাউজার থেকে তথ্যচুরি ঠেকাতে বাগ সমাধান করে ১৪.৪ সংস্করণটি শক্তিশালী করা হয়েছে। এছাড়া ওয়াচওএস ৭.৩ এবং নতুন ফিচার সম্বলিত ব্ল্যাক ইউটিলিটি ওয়াচ সিরিজ-৬ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান।

আপডেট আসামাত্র সকল আইফোন ব্যবহারকারীকে ইন্সটল করার পরামর্শ দেয় আইফোন। নতুন ইউটিলিটি ওয়াচটি ফেস পৃথক করে প্রতিটি গ্রাহকের জন্য আলাদাভাবে দিনব্যাপী রঙ বদলাতে সক্ষম। এ ফিচারের ধারণা প্যান-আফ্রিকান পতাকা থেকে নেয়া হয়েছে।

হ্যাকিং প্রতিরোধে এ আপডেটে নিরাপত্তা ও গোপনীয়তা সংক্রান্ত তিনটি বাগ ইস্যু সমাধান করেছে অ্যাপল। নিজস্ব ব্রাউজার সাফারির ওয়েবকিটে দুটি বাগ ছিলো বলে জানায় স্টিভ জবস উদ্ভাবিত প্রতিষ্ঠানটি। এছাড়া, অপেক্ষাকৃত ছোট কিউআর কোড চিহ্নিত করার উপযোগী করে ক্যামেরার অপর বাগটি ঠিক করা হয়।

নতুন আপডেটটি আইফোন ৬ থেকে শুরু করে পরবর্তী সব ভার্শনে পাওয়া যাবে। এছাড়া নূন্যতম আইপ্যাড এয়ার-২, আইপ্যড মিনি-৪, আইপড টাচ (সপ্তম জেনারেশন) ডিভাসগুলোতে এ নতুন সংস্করণ ইন্সটল করা যাবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত