রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দারিদ্র বিমোচনে ফিনটেক, আইইবি`র সেমিনার রবিবার

১৭:৫৪, ১৬ জানুয়ারি ২০২১

৭০৯

দারিদ্র বিমোচনে ফিনটেক, আইইবি`র সেমিনার রবিবার

ফিনটেক
ফিনটেক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কম্পিউটারকৌশল বিভাগের উদ্যোগে রবিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে দারিদ্র বিমোচনের জন্য আর্থিক অন্তর্ভূক্তিতে অর্থপ্রযুক্তির (ফিনটেক) ভূমিকা শীর্ষক সেমিনার। আইইবি সদর দফতরের কাউন্সিল হলে (নতুন ভবনের ২য় তলায়) বিকেল ৫টায় শুরু হবে এই সেমিনার। যাতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন।   

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী মো. নূরুজ্জামান ও টেলিটক বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাহাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, আইইবি কম্পিউটারকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. তমিজ উদ্দিন আহমেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু)।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত