ময়লার ভাগাড়ে ২৭৩ মিলিয়ন ডলার সমমূল্যেরে বিটকয়েন!
ময়লার ভাগাড়ে ২৭৩ মিলিয়ন ডলার সমমূল্যেরে বিটকয়েন!
২০১৩ সালের জুন-আগস্ট মাসে ৭৫০০ টি বিটকয়েন থাকা একটি হার্ড ড্রাইভ ছিল আইটি কর্মী জেমস হাওলসের কাছে। নিজের ডেকস্টপ থেকে সেটা খুলে রেখেছিলেন তিনি। ২০১৭ সালে মনের অজান্তে সে হার্ড ড্রাইভ ময়লার ঝুঁড়িতে ফেলে দেন হাওলস। চার বছর আগের ঘটনায় এখন আফসুসের শেষ নেই তার।
ক্রিপ্টোকারেন্সির মূল্য এখন ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে একটি বিটকয়েনের মূল্য ৩৭ হাজার ডলার। চড়া দাম দেখেই নিজের পুরনো হার্ড ড্রাইভ খুঁজতে থাকেন হাওলস। একসময় মনে পড়ে বাসার ময়লার ঝুঁড়িতে ভুলে ফেলে দিয়েছিলেন নিজেই।
চার বছর আাগে ৭৫০০ বিটকয়েনের মূল্য ছিল ৯ মিলিয়ন ডলার। আর বর্তমান বাজারমূল্যে যা ২৭৩ মিলিয়ন ডলার!
এসময় কী করা যায় ভাবতে থাকেন হাওলস। এক পর্যায়ে গ্রিড রেফারেন্স সিস্টেমের মাধ্যমে জানতে পারেন তার হার্ড ড্রাইভ কোন জায়গায় থাকার সম্ভাবনা আছে। এখন সে বিশাল ময়লার ভাগাড় খুঁড়ে বিটকয়েনগুলো খুঁজে বের করতে চাইছেন হাওলস!
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে হাওলস জানান, আমি বর্জ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। বিটকয়েনের মূল্যের এক-চতুর্থাংশ (৭০ মিলিয়ন ডলার) আমি ওয়েলসের নিউপোর্ট সিটির সব বাসিন্দার মাঝে ভাগ করে দিতে চেয়েছি। জনপ্রতি ২৩৯ ডলার করে পাওয়ার কথা (জনসংখ্যা ৩ লাখ ১৬ হাজার)। কিন্তু আমার সে প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়।
নিউপোর্ট সিটি কাউন্সিলের মূখপাত্র জানান, আমি তার প্রস্তাব ফিরিয়ে দেইনি বরং অনুমোদন দিতে পারিনি। মি. হাওলসকে আমরা কয়েকবার জানিয়েছি যে আমাদের লাইসেন্সিং পারমিটের অধীনে এই খনন কাজ সম্ভব নয়। কারণ এতে আশেপাশের অঞ্চলে পরিবেশগত প্রভাব পড়বে। এছাড়া হার্ড ড্রাইভটি পাওয়ার নিশ্চয়তাই নেই।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট