রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হ্যারি পটার ’হগওয়ার্টস লিগ্যাসি’ ২০২২ সালের আগে আসছে না

সাই-টেক ডেস্ক

১৫:২৮, ১৪ জানুয়ারি ২০২১

৬২৬

হ্যারি পটার ’হগওয়ার্টস লিগ্যাসি’ ২০২২ সালের আগে আসছে না

হ্যারি পটার সিরিজের ভিডিও গেম হগওয়ার্টস লিগ্যাসি গেমারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। গেমটি এ বছর বাজারে আসার কথা থাকলেও পিছিয়ে গেলো প্রকাশের তারিখ। ওয়ার্নার ব্রোস এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ২০২২ সালের আগে আসছে না হগওয়ার্টস লিগ্যাসি।

জে. কে. রাওলিংয়ের লেখা কল্পকাহিনী নির্ভর হ্যারি পটার সিরিজের গল্প দিয়ে গেমটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক প্রতিষ্ঠান অ্যাভালাঞ্চ সফটয়্যার। ১৮০০ সালের হগওয়ার্টস যাদুমন্ত্র স্কুলের পটভূমিতে নির্মিত এ গেমে ঐ দুনিয়ায় ভ্রমণ করার পাশাপাশি গেমাররা যাদুর ব্যবহার করতে পারবেন।

অ্যাভালাঞ্চ টুইটারে জানায়, যাদুমন্ত্রের দুনিয়ায় গেমারদের সেরা অনুভুতি দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তাই, প্রয়োজন অনুযায়ী সময় নিচ্ছি আমরা। 

করোনা মহামারির কারণে এ বছরে পিছিয়ে যাওয়া গেমগুলোর প্রথমটি সম্ভবত হগওয়ার্টস লিগ্যাসি। মহামারিতে অনেক স্টুডিওর নির্মাণ কাজ ব্যাহত হয়েছে। লকডাউনে বাড়িতে অধিক সময় অবস্থান করায় মানুষের মধ্যে গেইম খেলার প্রবণতা বেড়ে গেছে। কিন্ত, অতিরিক্ত চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত সংখ্যক গেম বানাতে পারছে না নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত