রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বঙ্গবন্ধু হাই-টেক সিটি: ৪২ প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ

সাই-টেক ডেস্ক

১৫:৫৮, ১৩ জানুয়ারি ২০২১

আপডেট: ১৫:৫৯, ১৩ জানুয়ারি ২০২১

৫৩৯

বঙ্গবন্ধু হাই-টেক সিটি: ৪২ প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ

গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম হাই-টেক পার্ক ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’র জন্য নতুন তিনটি প্রতিষ্ঠানকে মোট চার একর জমি বরাদ্দ দেয়া হয়েছে। যেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে ১১২০ জনের। এ নিয়ে মোট ৪২ টি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিল বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। 

তিনটি প্রতিষ্ঠানের মধ্যে এক্সেল ইন্টেলিজেন্ট সলিউসন্স লি. কে বরাদ্দ দেয়া হয়েছে দুই একর জমি। নিরাপত্তা নজরদারী সলিউশন ব্র্যান্ড ‘হিকভিশন’ এর  অত্যাধুনিক নিরাপত্তা নজরদারী যন্ত্রপাতিসহ অন্যান্য ব্র্যান্ডের ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্কিং, টেলিকম, এআই ও রোবটিক্স যন্ত্রপাতি তৈরি করবে  প্রতিষ্ঠানটি। যেখানে ৩৫০ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। 

স্মার্ট টেলিভশন, স্মার্ট ফোন, ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা এবং স্মার্ট হোম এপ্লায়েন্স পণ্য উৎপাদন করবে কিনবো স্মার্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড । এজন্য প্রতিষ্ঠানটিকে এক একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে কর্মসংস্থান হবে ৬৫০ জনের। 

জিনোম সিকোয়েন্স, বায়ো-টেকনোলজি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রভৃতি নিয়ে কাজ করা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনকে বরাদ্দ দেয়া হয়েছে এক একর জমি। যেখানে কাজের সুযোগ পাবেন ১২০ জন। 

রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কের কনফারেন্স রুমে জমি বরাদ্দ সংক্রান্ত সমঝোতা চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

এসময় বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’ দেশের প্রথম ও বৃহত্তম হাই-টেক পার্ক। ৩৫৫ একর জমিতে স্থাপিত হাই-টেক সিটিতে এই তিনটি  প্রতিষ্ঠানসহ মোট ৪২টি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেয়া হলো।

ইতোমধ্যে সেখানে ১৪টি কোম্পানি উৎপাদন শুরু করেছে। কোম্পানিগুলো এই পার্কে মোবাইল ফোন এসেম্বলিং ও উৎপাদন, অপটিকাল কেবল, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা-সেন্টার প্রভৃতি উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করছে। নতুন বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের কাজ শুরু করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত