রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তবু বেড়েছে ওয়ারহামারের বিক্রি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:২০, ১২ জানুয়ারি ২০২১

৪৯৭

তবু বেড়েছে ওয়ারহামারের বিক্রি

করোনা মহামারিতে বিশ্বজুড়ে গেমের দোকানগুলো বন্ধু। তবু ফ্যান্টাসি রোল-প্লেয়িং গেম ওয়ারহামারের বিক্রি ব্যাপক বেড়েছে। গেল নভেম্বর পর্যন্ত বিগত ছয় মাসে এটি রেকর্ড ১৮৬.৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের বিক্রি হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।

ওয়ারহামার ক্ষুদ্রাকৃতির টেবিল টপ গেম। এটি তৈরি করে ব্রিটিশ গ্রুপ অব কোম্পানি গেমস ওয়ার্কশপ। তারা বলছে, সাধারণত লকডাউনে ঘরবন্দি থেকেছে মানুষ। এসময়ে অনলাইনে নানা গেম খেলে সময় কাটিয়েছেন তারা। তাই এর বেচাকেনা বেড়েছে।

কোভিড ১৯ এর কারণে নটিংহ্যাম ভিত্তিক ফার্মটির ৫২৯টি দোকান বন্ধ রয়েছে। তবে তারা সারাবিশ্বে অনলাইনে কার্যক্রম চালিয়ে গেছে। এ অবস্থায় অন্যান্য কোম্পানিগুলো যেমন মডেল ট্রেন মেকার হর্নবি নিজেদের কাজ সংকুচিত করায় তাদের বিক্রি বেড়েছে। 

১৯৮৩ সালে তৈরি হয় ওয়ারহামার। এটি ফ্যান্টাসি থিম গেম। যাতে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করা যায়।

সারাবিশ্বে স্বত্ব এবং অন্যান্য ক্ষুদ্রাকৃতির গেম বিক্রি করে গেমস ওয়ার্কশপ। প্রতিষ্ঠানটি বলছে, মে থেকে নভেম্বরে ইন্টারনেটে ৯০ শতাংশ বিক্রি বেড়েছে। আর এক তৃতীয়াংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে।

গোটা বিশ্বে এখন ৪৭ লাখ মানুষ ওয়ারহামার কমিউনিটি ওয়েবসাইট ব্যবহার করেন।  গেল বছরের একই সময়ের তুলনায় ২ লাখ গ্রাহক বেড়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত