জুম আনলো টু ফ্যাক্টর অথেনটিকেশন, কিন্তু কীভাবে করবেন?
জুম আনলো টু ফ্যাক্টর অথেনটিকেশন, কিন্তু কীভাবে করবেন?
জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যপ নিয়ে এসেছে টু ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতি, যা ভার্চুয়াল জগতে আলাপচারিতায় নিরাপত্তা আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বিভিন্ন সংস্থা, স্কুল কিংবা কলেজের নিজস্ব মিটিং ইত্যাদিতে নিরাপত্তা লঙ্ঘন প্রতিরোধেই এই ব্যবস্থা।
এই টু ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতিটি ব্যবহারকারী ভেদে ভিন্ন হতে পারে। গোপন নাম্বার, স্মার্ট কার্ড বা মোবাইল ডিভাইস, আঙ্গুলের ছাপ, ভয়েস কিংবা পরিচয়পত্রের মাধ্যমে নিজের কনটেন্টকে নিরাপদ করতে পারেন যে কেউ।
কিভাবে করবেন?
টু ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য:
১. প্রথমেই আপনাকে জুম ড্যাশবোর্ডে সাইন ইন করতে হবে।
২. নেভিগেশন মেনু থেকে এডভান্স অপশনে ক্লিক করুন।
৩. এখন আপনাকে নিশ্চিত হতে হবে যে টু ফ্যাক্টর অথেনটিকেশন অপশনটি রয়েছে।
৪. আপনি টু ফ্যাক্টর অথেনটিকেশনের অপশনটি একাউন্টের সকল ব্যবহারকারীর জন্য সক্রিয় করতে পারেন।
৫. এবার টু ফ্যাক্টর অথেনটিকেশন নিয়মগুলো থেকে আপনি নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট টু ফ্যাক্টর অথেনটিকেশনের নিয়মটি সচল করে দিন।
৬. নির্দিষ্ট বিভাগ থেকে অচল থাকা টু ফ্যাক্টর অথেনটিকেশন বেছে নিয়ে আপনি তা সচল করতে পারেন।
৭. এবার বিভিন্ন অচল অপশনে টিক দিয়ে সচল করে নিন এবং সেভ অপশনে ক্লিক করে সেটিংস নিশ্চিত করে নিন।
প্রাথমিক পরিচয়পত্রে লগ ইন করার সময় ব্যবহাকারীদের জন্য গুগল অথেনটিকেশন, মাইক্রোসফ্ট অথেনটিকেশনের মতো সময়ভিত্তিক ওয়ান টাইম গোপন নাম্বার দেয়া হয় যা এসএমএসের মাধ্যমে একটি কোড বা ভয়েস কল হিসেবে আসে।
করোনা মহামারীর সময়ে নিয়মিত অনলাইন ক্লাস চলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কিংবা মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম চলছে সরকারি বেসরকারি সব পর্যায়ে। এসব ক্ষেত্রে জুম পদ্ধতির ব্যবহার সর্বোচ্চ। এইসবে কোনোরকম বহিরাগতদের প্রবেশে ঠেকাবে এবং বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ফাঁস রোধে সহায়তা করবে জুম'র এই টু ফ্যাক্টর অথেনটিকেশন।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট