সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জুম আনলো টু ফ্যাক্টর অথেনটিকেশন, কিন্তু কীভাবে করবেন?

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

১১:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২০

৯৮১

জুম আনলো টু ফ্যাক্টর অথেনটিকেশন, কিন্তু কীভাবে করবেন?

জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যপ নিয়ে এসেছে টু ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতি, যা ভার্চুয়াল জগতে আলাপচারিতায় নিরাপত্তা আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বিভিন্ন সংস্থা, স্কুল কিংবা কলেজের নিজস্ব মিটিং ইত্যাদিতে নিরাপত্তা লঙ্ঘন প্রতিরোধেই এই ব্যবস্থা।

এই টু ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতিটি ব্যবহারকারী ভেদে ভিন্ন হতে পারে। গোপন নাম্বার, স্মার্ট কার্ড বা মোবাইল ডিভাইস, আঙ্গুলের ছাপ, ভয়েস কিংবা পরিচয়পত্রের মাধ্যমে নিজের কনটেন্টকে নিরাপদ করতে পারেন যে কেউ।

কিভাবে করবেন?

টু ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য:
১. প্রথমেই আপনাকে জুম ড্যাশবোর্ডে সাইন ইন করতে হবে।
২. নেভিগেশন মেনু থেকে এডভান্স অপশনে ক্লিক করুন।
৩. এখন আপনাকে নিশ্চিত হতে হবে যে টু ফ্যাক্টর অথেনটিকেশন অপশনটি রয়েছে।
৪. আপনি টু ফ্যাক্টর অথেনটিকেশনের অপশনটি একাউন্টের সকল ব্যবহারকারীর জন্য সক্রিয় করতে পারেন।
৫. এবার টু ফ্যাক্টর অথেনটিকেশন নিয়মগুলো থেকে আপনি নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট টু ফ্যাক্টর অথেনটিকেশনের নিয়মটি সচল করে দিন।
৬. নির্দিষ্ট বিভাগ থেকে অচল থাকা টু ফ্যাক্টর অথেনটিকেশন বেছে নিয়ে আপনি তা সচল করতে পারেন।
৭. এবার বিভিন্ন অচল অপশনে টিক দিয়ে সচল করে নিন এবং সেভ অপশনে ক্লিক করে সেটিংস নিশ্চিত করে নিন।

প্রাথমিক পরিচয়পত্রে লগ ইন করার সময় ব্যবহাকারীদের জন্য গুগল অথেনটিকেশন, মাইক্রোসফ্ট অথেনটিকেশনের মতো সময়ভিত্তিক ওয়ান টাইম গোপন নাম্বার দেয়া হয় যা এসএমএসের মাধ্যমে একটি কোড বা ভয়েস কল হিসেবে আসে।

করোনা মহামারীর সময়ে নিয়মিত অনলাইন ক্লাস চলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কিংবা মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম চলছে সরকারি বেসরকারি সব পর্যায়ে। এসব ক্ষেত্রে জুম পদ্ধতির ব্যবহার সর্বোচ্চ। এইসবে কোনোরকম বহিরাগতদের প্রবেশে ঠেকাবে এবং বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ফাঁস রোধে সহায়তা করবে জুম'র এই টু ফ্যাক্টর অথেনটিকেশন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত