রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাস্কে বিরক্ত? এলো মাইক্রোক্লাইমেটের স্পেস হেলমেট

সাই-টেক ডেস্ক

১৯:৪৫, ৬ জানুয়ারি ২০২১

আপডেট: ১৯:৪৭, ৬ জানুয়ারি ২০২১

৭৮৫

মাস্কে বিরক্ত? এলো মাইক্রোক্লাইমেটের স্পেস হেলমেট

বছরখানেক ধরে মাস্ক পরছেন? আপনার পুরো জীবনেই হয়তো এর আগে এতো বেশি সময় ধরে মাস্ক পরেননি। মাস্কের বিরক্তিকর দিকগুলো চিন্তা করে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্যে মাইক্রোক্লাইমেট নামক প্রতিষ্ঠান স্পেসে ব্যবহৃত হেলমেটকে কিছুটা রূপান্তর করে বাজারে এনেছে। 

এই মজাদার উদ্যোগ নিয়েছেন মাইকেল হল। দেখতে কিছুটা হাস্যকর হলেও এই হেলমেট করোনা ভাইরাস থেকে মানুষকে প্রায় শতভাগ সুরক্ষা দিতে পারবে বলে তিনি জানান। বাচ্চাদের সঙ্গে স্কার্ফ নিয়ে খেলতে গিয়ে তার মাথায় এরকম অদ্ভুত হেলমেট বানানোর ধারণা আসে। ঠান্ডায় স্কার্ফ বা শাল নিয়ে মুখ ঢাকলে আর্দ্রতা তৈরি হয় এবং মুখের সামনে বাষ্প জমে ভিজে যেতে পারে। তাই তিনি গলা-মাথার চারপাশে মাইক্রোক্লাইমেট তৈরি করতে সক্ষম, এমন একটি হেলমেট তৈরি করেন। এটির সামনে কাচঘেরা এবং চারপাশে জীবানু প্রতিরোধক কাপড় মোড়ানো।

উদ্ভাবক প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, এই হেলমেট ব্যবহারে মুখের সামনে সাদা কুয়াশার মত বাষ্প জমবে না এবং জীবানু প্রতিরোধক অংশের কাপড় সহজেই ধুয়ে পরিষ্কার করা যাবে। 

পৃথিবীতে মহাকাশ স্পেসস্যুটে থাকার মত অনুভূতি পেতে হলে কিনে ফেলতে পারেন এই হেলমেট। অফিসিয়ালি এটির মূল্য ২০০-৩০০ মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭০০০ থেকে ২৫০০০ টাকা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত