রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিরাপত্তায় হুমকি, ৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করলেন ট্রাম্প

সাই-টেক ডেস্ক

১২:২৫, ৬ জানুয়ারি ২০২১

আপডেট: ১২:৩২, ৬ জানুয়ারি ২০২১

৫৭৩

নিরাপত্তায় হুমকি, ৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করলেন ট্রাম্প

নতুন এক নির্বাহী আদেশের মাধ্যমে চীনের আটটি অ্যাপলিকেশন নিষিদ্ধ করলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে চীনের জনপ্রিয় অর্থ পরিশোধের অ্যাপ আলীপে, কিউকিউ ওয়ালেট এবং উইচ্যাটপে ও আছে।

আগামী ৪৫ দিনের মধ্যে কার্যকর হতে চলা এই আদেশে বলা হয়, অ্যাপগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।

উল্লেখিত তিনটির পাশপাশি নিষেধাজ্ঞায় পড়ছে টেনসেন্ট কিউকিউ, ক্যাম স্ক্যানার, শেয়ারইট, ভিম্যাট, ডব্লিউপিএস অফিস।

আদেশ জারির সময় ট্রাম্প জানান, আমেরিকানদের স্মার্টফোন, ট্যাবলয়েড ও ল্যাপটপে অ্যাপগুলো যুক্ত হয়ে অনেক তথ্য হাতিয়ে নিতে পারে। সরকারি, বেসরকারি সংবেদনশীল তথ্য চুরি বন্ধ করতেই অ্যাপগুলো নিষিদ্ধ করা হচ্ছে।

নির্বাচনে হারার পর থেকেই চীনের প্রযুক্তি পণ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে চলেছেন ট্রাম্প। ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বাজারে ৭৭টি পণ্যকে কালো তালিকাভুক্ত করা হয়, যেখানে বেশিরভাগই ছিল চীনের। সে তালিকায় ছিল চীনের বিখ্যাত ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিজেআই ও চিপ তৈরিকারী এসএমআইসি।

আরও পড়ুন- **যুক্তরাষ্ট্রের কালো তালিকায় দুই শীর্ষ চাইনিজ প্রযুক্তি প্রতিষ্ঠান

যুক্তরাষ্টের বাণিজ্য বিভাগ কর্তৃক তৈরি করা তালিকায় এখন পর্যন্ত মোট ২৮৩টি চাইনিজ প্রতিষ্ঠানকে রাখা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত