রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬৫ লাখ টাকার স্মার্টফোন আনছে স্যামসাং

সাই-টেক ডেস্ক

১৫:১৯, ৩০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৫:৩৬, ৩০ ডিসেম্বর ২০২০

৬৫৫

৬৫ লাখ টাকার স্মার্টফোন আনছে স্যামসাং

স্যামসাং এর গ্যালাক্সি এস২১ সিরিজ বাজারে আসবে ২৯ জানুয়ারি। স্যামসাং থেকে ঘোষণা না দিলেও বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে বাজারে আসবে সিরিজের তিনটি ফোন গ্যালাক্সি এস২১, এস২১ প্লাস এবং এস২১ আল্ট্রা। যার মাঝে শেষটি হবে সবচেয়ে আকর্ষণীয়। এস২১ আল্ট্রাতে ব্যবহার হবে ক্যাভিয়ারের কারুকাজও। 

ক্যাভিয়ার এমন একটি প্রতিষ্ঠান যারা মানুষের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি পণ্যে স্বর্ণ দিয়ে কারুকার্য করে থাকে। গ্যালাক্সি এস২১ আল্ট্রাতেও এমন স্বর্ণের কারুকাজ থাকবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। কেননা নিজেদের ওয়েবসাইটে ক্যাভিয়ারের তৈরি একটি স্মার্টফোন ডিসপ্লেতে দিয়েছে স্যামসাং। 

ছবিতে দেখা যায়, স্মার্টফোনটিতে চারটি মূল ক্যামেরার পাশাপাশি আছে আরও একটি লেজার অটোফোকাস সেন্সর। আর স্বর্ণ দিয়ে লেখা আছে ২১। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এখানে ৭৫০ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণ মেশানো থাকবে। 

তবে এধরনের মোবাইল সরাসরি বাজারজাত করবেনা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গ্রাহক চাইলে তাদের বানিয়ে দেয়া হবে। 

চাইলে আপনিও নিতে পারেন স্বর্ণ দিয়ে তৈরি স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা। দাম পড়বে ৭৭ হাজার ২৩০ ডলার। টাকায় যার পরিমাণ প্রায় ৬৫ লাখ!

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত