রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৪৮০৪ এমবিপিএস গতি হবে নতুন শাওমি রাউটারের

সাই-টেক ডেস্ক

১৬:১৫, ২৯ ডিসেম্বর ২০২০

৬১০

৪৮০৪ এমবিপিএস গতি হবে নতুন শাওমি রাউটারের

সর্বশেষ স্মার্টফোন এমআই ১১ এর পাশাপাশি নতুন এমআই রাউটার এএক্স৬০০০ বাজারে আনছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। যেটাকে প্রতিষ্ঠানের এমআই রাউটার সিরিজের সের হাতিয়ার হিসেবে মন্তব্য করছেন বিশ্লেষকরা। 

রাউটারটিতে ওয়াইফাই ৬ এর পাশাপাশি আরও আছে এআইওটি অ্যান্টেনার সুবিধা। কোয়ালকম আইপিকিউ৫০১৮ প্রসেসরের দিয়ে চলা ডুয়াল ব্যান্ড রাউটারটির গতি সর্বোচ্চ ৪৮০৪ এমবিপিএস পর্যন্ত পৌঁছাবে। 

এমআই রাউটার এএক্স৬০০০ এ আছে অনেকগুলো নিরাপত্তা ফিচারও, যেগুলো পরিচালনা করার জন্য আছে একটি অ্যাপলিকেশনও। অ্যানড্রয়েড, আইওএস ছাড়াও সরাসরি ওয়েব থেকে নিয়ন্ত্রণ করা যাবে অ্যাপটিকে। 

রাউটারটি আগামী ৮ জানুয়ারি থেকে পাওয়া যাবে চীনের বাজারে। যার দাম ধরা হয়েছে ৫৯৯ ইউয়ান (৭ হাজার ৮২০ টাকা)। আন্তর্জাতিক বাজারে কখন থেকে এই রাউটার পাওয়া যাবে তখন তা শাওমির পক্ষ থেকে জানানো হয়নি। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত