বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ || ২৯ কার্তিক ১৪৩১ || ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইন্টারনেট-ফেসবুক বন্ধে ই-কমার্সে ক্ষতি ১৪০০ কোটি টাকা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:১৭, ৩১ জুলাই ২০২৪

৩০০

ইন্টারনেট-ফেসবুক বন্ধে ই-কমার্সে ক্ষতি ১৪০০ কোটি টাকা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর সারাদেশে ইন্টারনেট শাটডাউন এবং ফেসবুক বন্ধ রাখায় ই-কমার্স খাতে এক হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে ইন্টারনেট ও ফেসবুক বন্ধ না করার বিষয়টি পলিসিতে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর বনানীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ই-ক্যাব। ডিজিটাল মার্কেটার, কনটেন্ট ডেভেলপার, স্টার্টআপ এবং ক্ষয়ক্ষতি বিষয়ে সদস্যদের কাছে সার্ভে ফরম থেকে এ তথ্য পেয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, ‘ইন্টারনেট শাটডাউন, ধীরগতি এবং ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম দীর্ঘসময় বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ই-কমার্স ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর প্রভাব সুদূরপ্রসারী, যা সরকারও অবগত আছে। উচ্চপর্যায়ের অনেককে আমরা বিষয়টি জানিয়েছি।’

তিনি বলেন, ‘দেশের ২০ লাখ উদ্যোক্তা ইন্টারনেটের ওপর নির্ভরশীল। শুধু ফেসবুকভিত্তিক উদ্যোক্তা রয়েছেন ৫ লাখেরও বেশি। পণ্য সরবরাহে রয়েছেন আরও ৮ লাখ মানুষ। প্রতিবছরই এ সংখ্যা ২৫ শতাংশ হারে বাড়ছে। প্রতিদিন এক কোটি ২০ লাখ টাকার ই-কমার্স লেনদেন হয়, যা গত ১২ দিন ধরে বন্ধ রয়েছে। পচনশীল দ্রব্যের অর্ডারও বন্ধ হয়ে গেছে।’

ফেসবুক চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে ই-ক্যাব সভাপতি বলেন, ‘ইন্টারনেট চালুর পর ৫ শতাংশের মতো ব্যবসা চালু হয়েছে। এটা কবে নাগাদ স্বাভাবিক হবে, তা আমরা জানি না। আমাদের দাবি, দ্রুত ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করে দেওয়া হোক। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এভাবে ইন্টারনেট ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে না দেওয়া হয়, সেদিকে সরকারকে নজর রাখতে হবে।’

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ই-ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফসহ পরিচালকরা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত