রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হুকুম দিলেই শুরু হবে ভিডিও কল

সাই-টেক ডেস্ক

১৬:৪০, ২০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৬:৫২, ২০ ডিসেম্বর ২০২০

৪৭৭

হুকুম দিলেই শুরু হবে ভিডিও কল

মানুষ খুব আরাম আয়েশে কাটাতে চায় সময়। যারা চান অর্ডার করবেন আর সব হয়ে যাবে তাদের জন্য আলেক্সা, ইকো ডটের মতো ডিভাইস অনেক আগেই এনেছে ইলেকট্রনিক বাণিজ্য প্রতিষ্ঠান অ্যামাজন। যেখানে আপনাকে সুইচ টিপে চালাতে হয় না লাইট-ফ্যান। দরজাও খুলতে হয় না উঠে গিয়ে। সব হুকুমই যথাযথভাবে পালন করে এসব ডিভাইস। 

২০২০ সাল শেষ হওয়ার আগেই ডিভাইসগুলোতে নতুন ফিচার এনেছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির বিভিন্ন ইকো ডিভাইসের মাধ্যমে এখন থেকে অডিও বা ভিডিও কলে কথা বলতে পারবেন গ্রাহকরা। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এই ফিচার যোগ করার ঘোষণা দিয়েছিল অ্যামাজন। প্রতিষ্ঠানটির ইকো ডট, ইকো শো সহ অন্যান্য ডিভাইসে সর্বোচ্চ সাতজন যুক্ত হতে পারবেন ভিডিও কলে। 

সেজন্য প্রথমে ইকো ডিভাইস ব্যবহারকারীদের একটি গ্রুপ খুলে প্রয়োজনীয় মানুষদের যোগ করে নাম দিতে হবে গ্রুপের। যেমন ধরুন আপনি গ্রুপের নাম দিলেন ‘ফ্যামিলি’। তখন শুধু ‘কল মাই ফ্যামিলি' বললেই কল যাবে গ্রুপ সদস্যদের কাছে। আর গ্রুপে কথা বলার ক্ষেত্রে থাকবেনা কোন টাইম লিমিটও। 

ফিচারটি যোগ করা হয়েছে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, মেক্সিকো, নিউজিল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে।

এছাড়া এখন থেকে ইকো ডিভাইসের মাধ্যমেই জুম, গুগল ডুয়ো, মাইক্রোসফট টিমসের মতো অ্যাপগুলো ব্যবহার করা যাবে। বড়দিন উপলক্ষে নতুন ফিচারগুলো আনা হয়েছে বলে জানায় অ্যামাজন। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত