রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনের হয়ে যুক্তরাষ্ট্রের ভিডিও সভা বন্ধে মামলা

সাই-টেক ডেস্ক

১৫:১৫, ২০ ডিসেম্বর ২০২০

আপডেট: ২১:৩২, ২০ ডিসেম্বর ২০২০

৪৮৬

চীনের হয়ে যুক্তরাষ্ট্রের ভিডিও সভা বন্ধে মামলা

তিয়েনআনমেন স্কয়ার গণহত্যার ৩১তম বার্ষিকী পালনের ছবি
তিয়েনআনমেন স্কয়ার গণহত্যার ৩১তম বার্ষিকী পালনের ছবি

চীনের হয়ে তিয়েনআনমেন স্কয়ার গণহত্যার ৩১তম বার্ষিকী কেন্দ্রিক আয়োজিত ভার্চ্যুয়াল সভা বিঘ্ন করায় ভিডিও কলিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘জুম’ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে।

চীনে কাজ করা জুমের এক্সিকিউটিভ জিনজিয়াঙ জিনের বিপক্ষে অভিযোগ ছিল তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক কর্তৃক মে থেকে জুনে হোস্ট করা অন্তত চারটি ভিডিও মিটিং বন্ধ করেছেন। যেখানে তিয়েনআনমেন স্কয়ার আন্দোলনে অংশ নেয়া কিছু বিক্ষোভকারী যোগ দিয়েছিলেন। 

ইতোমধ্যে তাকে গ্রেফতার করার আদেশও জারি করা হয়েছে আদালতের তরফ থেকে। এদিকে এই বিষয়ে এখনও মুখ খোলেনি চীন। আর জুম জানিয়েছে ঘটনার সাথে জুম কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ নেই। জিন নিজ থেকেই এমনটা করেছেন। 

ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান জানিয়েছে, কোম্পানীর নীতি ভঙ্গের অভিযোগে এই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে এবং নিজস্ব তদন্ত শেষ হওয়া পর্যন্ত অন্য এক প্রশাসনিক কর্মীকেও সাময়িক বহিষ্কার করেছে। 

উল্লেখ্য, গণতন্ত্রের দাবিতে ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। এসময় তারা প্রায় সাত সপ্তাহ সেখানে অবস্থান করে। এক পর্যায়ে বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে হত্যাযজ্ঞ চালায় চীনের সেনাবাহিনী। অনুমান করা হয় ৪ জুনের সেই গণহত্যায় কয়েক হাজার শিক্ষার্থী মারা যায়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত