বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ১ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীন থেকে থ্রেডস ও হোয়াটসঅ্যাপ সরাল অ্যাপল

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৪১, ১ মে ২০২৪

৩৩৯

চীন থেকে থ্রেডস ও হোয়াটসঅ্যাপ সরাল অ্যাপল

চীনের অ্যাপ স্টোর থেকে সামাজিকমাধ্যমের অ্যাপ থ্রেডস ও হোওয়াটসঅ্যাপ সরিয়েছে অ্যাপল। জাতীয় নিরাপত্তার স্বার্থে চীন সরকারের নির্দেশে টেক জায়ান্টটিকে এই পদক্ষেপ নিতে হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোরের চীনা শাখায় কেবল এই পরিবর্তন আনা হয়েছে। তবে অন্যান্য দেশ ও অঞ্চলের বাসিন্দারা এখনো এই দুটি অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটা জানিয়েছে , জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে খোদ চীন সরকার তাদের এই নির্দেশ দিয়েছে। সরকারের নেওয়া সিদ্ধান্তের সাথে একমত পোষণ না করলেও, চীনা সরকারের কথা অনুযায়ী কাজ করতে হবে। 

চীনে থ্রেডস ও হোওয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য মেটা অ্যাপগুলো অ্যাপ স্টোরে থাকবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত