রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় দুই শীর্ষ চাইনিজ প্রযুক্তি প্রতিষ্ঠান

সাই-টেক ডেস্ক

১২:১২, ১৯ ডিসেম্বর ২০২০

আপডেট: ১২:৩০, ১৯ ডিসেম্বর ২০২০

৫৬৫

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় দুই শীর্ষ চাইনিজ প্রযুক্তি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের বাণিজ্যের কালো তালিকায় যোগ করা হয়েছে দুই চাইনিজ প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম। সেগুলো হলো ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিজেআই ও চিপ তৈরিকারী এসএমআইসি। 

শুক্রবার (১৮ ডিসেম্বর) মোট ৭৭টি প্রতিষ্ঠানের নাম যোগ করা হয়েছে এই তালিকায়, যেখানে এই দুটি ছাড়াও আছে চীনের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এটাকে চীনের আধিপত্যবিস্তার বন্ধ করতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ চেষ্টা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। 

যুক্তরাষ্টের বাণিজ্য বিভাগ কর্তৃক তৈরি করা তালিকায় এখন পর্যন্ত মোট ২৭৫টি চাইনিজ প্রতিষ্ঠানকে রাখা হয়েছে। যেখানে চীনের শীর্ষ মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াওয়েই আছে। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চাইনিজ সেনাবাহিনীর সাথে সম্পর্ক থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বাজারে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএমআইসিকে নিষিদ্ধ করা হয়েছে।  

বাণিজ্য বিভাগের এক কর্মকর্তা আরও জানান, আমেরিকার কাছে প্রমাণ আছে যে এসএমআইসি চীনা সেনাবাহিনীর সাথে স্বল্প ও মাঝারি পর্যায়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সৈন্যদের এক্সকসলেটনে কাজ করেছে।

এসএমআইসি ২০০০ সালে প্রতিষ্ঠিত। ২০ বছরেই চীনের সবচেয়ে বিখ্যাত চিপ প্রস্তুতকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। 

আর চীনের সবচেয়ে বড় ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিজেআই এর বিরুদ্ধে অভিযোগ ছিল, চীনে মানবাধিকার লঙ্ঘনে কাজ করেছে প্রতিষ্ঠানটি। তবে নিষেধাজ্ঞার ফলে ডিজেআই ড্রোন কিনতে কোন বাধা নেই। কিন্তু সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে কোনও প্রযুক্তি হস্তান্তর করার ক্ষেত্রে বিধিনিষেধের মুখোমুখি হবে। 

নতুন কালো তালিকা প্রকাশের পর কেউই এখন পর্যন্ত মার্কিন সিদ্ধান্ত সম্পর্কে কোন মন্তব্য করেনি।

বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা বেশ কয়েক বছর ধরে চলছিল, তবে সাম্প্রতিক মাসগুলিতে এটি আরও বেড়েছে। জনপ্রিয় অ্যাপ্লিকেশন টিকটক এবং ডিজিটাল ফার্ম টেনসেন্ট, উভয় চাইনিজ প্রতিষ্ঠানও মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে। 


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত