ইনস্টাগ্রামের ‘লুকানো ইমোজি গেম’ খেলবেন যেভাবে
ইনস্টাগ্রামের ‘লুকানো ইমোজি গেম’ খেলবেন যেভাবে
ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের ডিএমএস–এর ভেতরে একটি নুতন ধরনের ইমোজি গেম লুকানো রয়েছে। অনেকেই জানেন না এই গেম কীভাবে খেলতে হয়।
এই খেলতে হলে আপনাকে প্রথমে অন্য কোনো ব্যবহারকারীকে যেকোনো ধরনের ইমোজি পাঠাতে হবে। অথবা ইনস্টাগ্রাম ডিএম–এর মাধ্যমে আপনি যে ইমোজি পেয়েছেন, সেখানে চাপ দিতে হবে। এরপর ইনস্টাগ্রাম আপনাকে হলুদ রঙের গেমের স্ক্রিনে নিয়ে যাবে।
আইওএস ও অ্যানড্রয়েড—উভয় মাধ্যমেই গেমটি খেলা যাবে। এটি আঙুল দিকে এক পাশ থেকে অপর পাশে স্লাইড করে পয়েন্ট অর্জন করতে পারবেন গ্রাহক। এভাবে ১০ পয়েন্ট অর্জন করার পর কিছু ইমোজি তার রঙ পরিবর্তন করবে এবং অন্য ইমোজিতে রূপান্তরিত হবে।
উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি একটি শুয়োপোকার ইমোজি পাঠান, সেটি শেষ পর্যন্ত প্রজাপতিতে পরিণত হবে। যদি আলুর ইমোজি পাঠান, সেটি ফ্রেঞ্জ ফ্রাইয়ে পরিণত হবে। এভাবে আপনি সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে সর্বোচ্চ স্কোর করতে পারবেন এবং স্কোরটি সংরক্ষণ করতে পারবেন।
তবে খেয়াল রাখতে হবে, আপনি যার কাছে ইমোজিটি পাঠাচ্ছেন, তিনি এই গেম সম্পর্কে জানেন কিনা। যদি না জানেন এবং ইমোজিতে যদি ক্লিক না করেন, তবে গেমটি খেলতে পারবেন না। তাই আপনার বন্ধুকে গেমটি সম্পর্কে জানানো জরুরি।
গেমটি এখনো সব ব্যবহারকারীর ফোনে সুলভ হয়নি বলে এক ই–মেইলের মাধ্যমে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে জানিয়েছে মেটা।
সূত্র: ইনডি হানড্রেড ডটকম
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট