রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১২ বছর দেখেছেন ১২ বছর দেখুন, চতুর্থ বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দেবে

স্টাফ করেসপন্ডেন্ট

২১:০১, ১২ ডিসেম্বর ২০২০

আপডেট: ০৮:৩৪, ১৩ ডিসেম্বর ২০২০

৬৩০

১২ বছর দেখেছেন ১২ বছর দেখুন, চতুর্থ বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দেবে

ডিজিটাল বাংলাদেশ দিবস ওয়েবিনার
ডিজিটাল বাংলাদেশ দিবস ওয়েবিনার

গত বারো বছর বাংলাদেশকে একটি ডিজিটাল দেশে পরিণত কবার প্রক্রিয়া সকলে দেখেছে। আমি আহ্বান জানাবো আগামী বারো বছরও তারা আমাদের দেখবে আমরা দেশকে কোথায় নিয়ে যাই। এখন আমরা কাজ কররো রোবাটিকসের ওপর, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর।

এসব কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। 

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ কথা বলছিলেন ডিজিটাল বাংলাদেশ ২০২০ উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আয়োজিত এই কর্মসুচিতে যোগ দিন তিনি।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এই ওয়েবিনার আয়োজন করা হয়।  

"চতুর্থ শিল্প বিপ্লবে আমরা কেবল দেশকে এগিয়ে নিয়ে যাবো তা-ই নয়, আমরা এই বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দেবে।"
- সজীব ওয়াজেদ জয়

আইসিটি বিভাগ, দেশের তরুণ সমাজসহ বিভিন্ন পর্যায়ের মানুষ এখন ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রক্রিয়া অবদান রেখে চলেছে, তাদের প্রতি ধন্যবাদ জানান এই প্রযুক্তি বিশেষজ্ঞ। 

“ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর শীর্ষক” এই ওয়েবিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক সজীব ওয়াজেদ জয়। যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত এই প্রতিপাদ্যে এ বছরের ডিজিটাল বাংলাদেশ ২০২০ উদযাপিত হচ্ছে।

** ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ 

** যেভাবে এলো ডিজিটাল বাংলাদেশ দিবস, নেপথ্যে যারা, যে লাভ হচ্ছে

** বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে: জয়

২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহারের প্রধানতম অঙ্গীকার ছিলো ডিজিটাল বাংলাদেশ। রূপকল্প ২০২১ এর মূল উপজীব্যও ছিলো সেটাই। 

এরপর ঠিক একযুগ পার হয়ে গেছে। এবং বাংলাদেশ ডিজিটাল অগ্রযাত্রায় অনেকটা দূর পর্যন্ত এগিয়ে গেছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিভিন্ন বক্তৃতায় আলোচনায় এই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ও তার বাস্তবায়নের কৃতিত্ব ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেন। যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা হিসেবেই কাজ করে আসছেন এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের দিনগুলো থেকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত