রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন আপডেট পাবেনা চার শাওমি ফোন

সাই-টেক ডেস্ক

১৮:২৭, ১২ ডিসেম্বর ২০২০

আপডেট: ২১:৪৭, ১২ ডিসেম্বর ২০২০

৬৬৩

নতুন আপডেট পাবেনা চার শাওমি ফোন

বছরের শুরুর দিকে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইউআই-১২ আপডেট করতে শুরু করে শাওমি। এসময় সংস্থাটি একাধিক শাওমি, রেডমি ও পোকো ফোনের তালিকা করে যেগুলো শিঘ্রই আপডেট পাবে। তবে সেই তালিকা থেকে চারটি হ্যান্ডসেটকে সরিয়ে নিয়েছে শাওমি। 

শাওমির একটি ব্লগ পোস্টে বলা হয়, এমআইইউআই ১২ আপডেট পাবে না রেডমি ৭, রেডমি ওয়াই৩, রেডমি ৬ ও রেডমি ৬এ। সামঞ্জস্যতা ও পারফরমেন্স ইস্যুতে এগুলোকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে শাওমি। নতুন ভার্সনটি রোল আউটের দ্বিতীয়ভাগে চারটি ফোনে আপডেট পাওয়ার কথা ছিল। 

এদিকে তালিকায় থাকা ২২ টি মোবাইলের মধ্যে কেবল এমআই১০ ও পোকো এফ২ ব্যরহারকারীরাই পাবেন ‘দ্য সুপার ওয়ালপেপার’ এর সুবিধা আর বাকিরা ব্যবহার করতে হবে স্টেটিক ওয়ালপেপার। 

নতুন অ্যানিমেশন পাওয়া যাবে এমআই১০ ও পোকো এফ২ প্রো, পোকো এফ১ ও রেডমি নোট ৮ প্রো তে। 

উল্লেখ্য, সফটওয়্যার আপডেট দেয়ায় পুরাতন ফোনের গতি ধীর হওয়ার অভিযোগে আমেরিকায় বিশাল অঙ্কের জরিমান গুণতে হচ্ছে অ্যাপলকে। এছাড়া ইউরোপেও হয়েছে মামলা। এই বিষয়টি বিবেচনায় নিয়েই হয়তো শাওমির এমন সিদ্ধান্ত। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত