রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনে চলছে চালকবিহীন গাড়ি

সাই-টেক ডেস্ক

১৫:০২, ১২ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৬:২৫, ১২ ডিসেম্বর ২০২০

৪৮০

চীনে চলছে চালকবিহীন গাড়ি

চীনের রাজধানী বেইজিংয়ে পরীক্ষামূলকভাবে চলছে চালকবিহীন গাড়ি। আর এই কল্পনা কে বাস্তবে রূপ দিয়েছে বাইডু অ্যাপোলো কোম্পানি।

একমাস আগেই চালকবিহীন গাড়ির অনুমোদন চায় বাইডু। অবশেষে তাদের ৫ টি গাড়িকে বেইজিং এর রাস্তায় চলার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। গাড়ির পিছনে বসে গাড়িগুলো কন্ট্রোল করা যাবে। অন্য কোনো গাড়ির ধাক্কা বা বড় ধরনের সমস্যা এড়ানো যাবে বাইডুর ৫ম প্রজন্মের রিমোট দিয়েই। 

চালকবিহীন এই গাড়ি বেইজিং এর রাস্তায় চলার ক্ষেত্রে নানা রকম শর্ত আরোপ করেছে বেইজিং কর্তৃপক্ষ। আধুনিক এবং স্বয়ংক্রিয় এই গাড়িগুলিকে অন্য প্রচলিত গাড়ির মত রাস্তায় পুরোদমে চলতে হলে সফলভাবে পাড়ি দিতে হবে ৩০ হাজার কিলোমিটার পথ।

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবন-মান সহজ করতে চায় বাউডু। তাই সকল পরীক্ষা নিরিক্ষা শেষে বাণিজ্যিকভাবে এধরনের গাড়ি রপ্তানির কথা ভাবছে কর্তৃপক্ষ।

চালক বিহিন গাড়ি তৈরিতে বাইডুই প্রথম নই। বেশ কিছুদিন আগে অটো এক্স তাদের প্রায় ২৫ টি রবোট্রিক্স টেক্সি ট্রায়ালে পাঠিয়েছিল। যেগুলো ট্রায়াল এখনও চলছে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত