রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে: জয়

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৫০, ১২ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৪:৫১, ১২ ডিসেম্বর ২০২০

৫৬২

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং সন্তান সজীব ওয়াজেদ জয় আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের মূল নেতা হবে।

 যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়ে এক ওয়েবিনারে তিনি বলেন, আমাদের বিশ্বাস বাংলাদেশ আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবে অন্যতম প্রধান নেতা হতে চলেছে। আমরা কেবল আশা করি না বরং পরিকল্পনা করি এবং দেশ চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রধান নেতা হওয়ার বিষয়ে আকাঙ্খা পোষণ করছি।

আইসিটি বিভাগ ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০-এর অংশ হিসেবে ‘এমব্রেইসিং ডিজিটাল টেকনোলজিস ইন নিউ নর্ম’ শীর্ষক এ ওয়েবিনার হয়।

জয় বলেন, আমি বিশ্বাস করি, এটি সম্পূর্ণ সম্ভব। কেবল স্বপ্ন নয়। আমরা জানি না, পরবর্তী বড় প্রযুক্তিগুলো কী কী হতে চলেছে। তবে আমি প্রতিশ্রুতি দিতে পারি, এর মধ্যে কয়েকটি প্রযুক্তি বাংলাদেশ থেকে আসবে।

তিনি যোগ করেন, আমাদের সক্ষমতা আছে। আমরা প্রমাণ করতে পেরেছি, এটি করতে পারি। এখন ভবিষ্যতে প্রযুক্তির পরবর্তী চ্যাপ্টার এবং সেদিকে তাকিয়ে আছি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ অন্যান্য দেশ থেকে প্রযুক্তি আনার পরিবর্তে এখন পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবন করতে চায়।

তিনি বলেন,  আমরা চতুর্থ শিল্প বিপ্লবের উৎসাহের কেন্দ্র গড়ে তুলছি। কেবল অন্যের প্রযুক্তির ওপর নয়, গবেষণার দিকে মনোনিবেশ করছি। পরবর্তী প্রজন্মের প্রযুক্তির অন্যতম নেতা হতে চাই।

জয় বলেন, এ বিপ্লবে নেতৃত্ব দিতে সরকার আইসিটি খাতের উন্নয়নে কিছু লক্ষ্য নির্ধারণ করেছে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ব্লকচেইন, ইন্টারনেট অব থিংস, ন্যানো প্রযুক্তি, বায়োটকনোলজি, রোবোটিকস ও মাইক্রোপ্রসেসর এবং সফটওয়্যার ডিজাইনিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছি।

সাইবার সুরক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের নতুন সাইবার সিকিউরিটি আইন আছে। একইসঙ্গে জাতীয় মনিটরিং সেল স্থাপন করছি। এসব উদ্যোগ দেশে অনলাইন সুরক্ষা নিশ্চিত করবে।

আইসিটি সেক্টরে উন্নয়নের কথা জানিয়ে জয় বলেন, ডিজিটালাইজেশনের ফলে সময় ও দূরত্ব এখন আর ফ্যাক্টর নয়। আমি ওয়াশিংটন থেকে ওয়েবিনারে যোগ দিয়েছি। অনেকে বিভিন্ন দেশ থেকে যোগ দিয়েছেন।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারী চলাকালীন আইসিটি খাত অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ওয়েবিনারে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং বিভিন্ন দেশের আইসিটি বিষয়ক মন্ত্রীরা অংশগ্রহণ করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত