করোনা ভ্যাকসিন আপডেট দেবে গুগল
করোনা ভ্যাকসিন আপডেট দেবে গুগল
যুক্তরাজ্যে ইতোমধ্যে চালু হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন প্যানেল |
কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত সর্বশেষ ও সঠিক তথ্য সরবরাহ করতে নতুন প্যানেল চালু করেছে গুগল। এই প্যানেলে ভ্যাকসিন সংক্রান্ত তথ্য ছাড়াও ব্যবহারকারী যে স্থানে অবস্থান করছেন সেখানের অনুমোদিত ভ্যাকসিনগুলোর একটি তালিকাও দেয়া থাকবে। নতুন প্যানেল শুধু ভুল তথ্য রোধ করতে সহায়তা করবে না বরং ভ্যাকসিন পেতেও দারুণ সুবিধা দেবে বলেও জানিয়েছে গুগল।
যেহেতু যুক্তরাজ্যে ইতোমধ্যে ফাইজার ও বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন দেয়া শুরু করেছে, গুগলও শুরুতে সেখানের তথ্য প্রকাশ করছে। অন্যান্য দেশেও ভ্যাকসিন দেয়া শুরু হলে এই সুবিধা যোগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এই সার্চ জায়ান্ট। নিজের ব্লগে এই কথা জানিয়েছেন গুগলের স্বাস্থ্য বিভাগের প্রধান এমপি.এইচ, এমডি কারেন ডিসালভো।
শুধু যাবতীয় তথ্য প্রকাশ করা হবে তা নয় বরং প্যানেলে ভ্যাকসিন অনুমোদনের দিনক্ষণসহ এর প্রক্রিয়া্ও প্রকাশ করবে এবং এই সংক্রান্ত লিঙ্ক ও যুক্ত করে দেয়া হবে। এছাড়া ভ্যাকসিনটি সম্পর্কে বিশেষজ্ঞদের মন্তব্য এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার লিঙ্ক ও দেয়া হবে।
করোনা ভাইরাস সম্পর্কে ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে এর আগেও এমন উদ্যোগ নিয়েছে গুগল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অনুমোদিত উৎস থেকে কোভিড-১৯ সম্পর্কিত ডাটা প্রদর্শনেও আলাদা প্যানেল খুলেছিল গুগল। মার্চ মাসে সেই প্যানেল চালুর পর থেকে তা ৪০০ মিলিয়ন বার ভিজিট করা হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট