ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’
দেশে আজ শনিবার (১২ ডিসেম্বর) উদযাপন হচ্ছে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০। ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্যে সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি নেওয়া হয়েছে। বিদেশেও বাংলাদেশ দূতাবাসগুলোতে রয়েছে বিভিন্ন কর্মসূচি।
২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহারের প্রধানতম অঙ্গীকার ছিলো ডিজিটাল বাংলাদেশ। রূপকল্প ২০২১ এর মূল উপজীব্যও ছিলো সেটাই।
এরপর ঠিক একযুগ পার হয়ে গেছে। এবং বাংলাদেশ ডিজিটাল অগ্রযাত্রায় অনেকটা দূর পর্যন্ত এগিয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিভিন্ন বক্তৃতায় আলোচনায় এই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ও তার বাস্তবায়নের কৃতিত্ব ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেন। যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা হিসেবেই কাজ করে আসছেন এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের দিনগুলো থেকে।
দিবসটি উপলক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে সকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এর মধ্য দিয়েই দিনের কর্মসূচি শুরু হলে সকাল ১০টায় চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকবে। এটি আয়োজন করা হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত থাকবেন।
বিকেল ৩টায় রয়েছে সেমিনার যাতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রাত ৮টায় ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছরে পরিবর্তনের গল্পটি, অর্জনের গল্পটি তুলে ধরবেন ওয়েবিনারে অংশ নিয়ে। শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, চিন্তক, প্রশাসক সকলেই এতে অংশ নেবেন।
‘ডিজিটাল বাংলাদেশ শুধু আওয়ামী লীগের নয়, ১৭ কোটি মানুষের। ঘরে ঘরে প্রতিটি মানুষ ভোগ করছে ডিজিটাল বাংলাদেশের সুবিধা। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে দেশের জনগণ করোনা মহামারিতেও সংযুক্ত থাকতে পেরেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আদালত, সরবরাহ ব্যবস্থা এমনকি বিচারিক কাজ সচল রাখা সম্ভব হয়েছে।'
- জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী
মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের মাধ্যমে যে সব উল্লেখযোগ্য কাজ দেশকে ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে নিয়ে গেছে তার প্রধানতমগুলোর মধ্যে রয়েছে-
- জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য মোবাইল অ্যাপ, ই-বুক তৈরি ও হলোগ্রাফিক প্রোজেকশন তৈরি।
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ‘মুজিব হান্ড্রেড’ ওয়েবসাইট এবং ‘মুজিববর্ষ লোগো তৈরি
- ২০১৮ সালের ১২ মে মহাকাশে বঙ্গবন্ধু স্যালোইট-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ স্যাটেলাইটের এলিট ক্লাবের সদস্য হওয়া
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট