শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বজুড়ে দুই ঘণ্টা অচল ইনস্টাগ্রাম

সাই-টেক ডেস্ক

১৬:২৬, ২২ মে ২০২৩

৩৬৯

বিশ্বজুড়ে দুই ঘণ্টা অচল ইনস্টাগ্রাম

বিশ্বেজুড়ে অচলাবস্থায় পড়েছে জনপ্রিয় ছবি ও ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্ক ইনস্টাগ্রাম।

সোমবার (২২ মে) ভোরে মেটার এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন।

লন্ডনভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স জানায়, ডাউনডিটেক্টরে এই বিষয়ে প্রায় দুই লাখের বেশি মানুষ রিপোর্ট করেছেন। দুই ঘণ্টা বিভ্রাটের পর এখন ইনস্টাগ্রাম স্বাভাবিক রয়েছে। বিভ্রাটের শিকার হয়েছেন প্রায় ১ লাখ ব্যবহারকারী।

ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র বলেন, কারিগরি সমস্যার কারণে কিছু ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করতে পারছিলেন না। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করা হয়েছে।

তবে ইনস্টাগ্রামে অচলাবস্থা তৈরি হলেও মেটার অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্বাভাবিক ছিল।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত