রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় বাজার ধস, গ্যালাক্সি নোট সিরিজ বন্ধ করবে স্যামসাং

সাই-টেক ডেস্ক

১৭:০২, ২ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৭:৫২, ২ ডিসেম্বর ২০২০

৪৭৬

করোনায় বাজার ধস, গ্যালাক্সি নোট সিরিজ বন্ধ করবে স্যামসাং

২০২১ সাল থেকে প্রিমিয়াম গ্যালাক্সি নোট সিরিজের নতুন কোন ফোন বাজারে আনবেনা স্যামসাং। করোনা মহামারির কারণে প্রতিষ্ঠানটির দামি স্মার্টফোনগুলোর বাজারে ধস নামায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। 

বড় স্ক্রিন আর নোট গ্রহণের সুবিধায় ব্যবহৃত স্টাইলাস (এক জাতীয় কলম) এর জন্য জনপ্রিয় গ্যালাক্সি নোট সিরিজ স্যামসাংয়ের বিখ্যাত দুটি সিরিজের একটি। অপরটি হলো গ্যালাক্সি এস। 

গ্যালাক্সি নোট সিরিজ বন্ধের সংবাদটি এখনও অফিসিয়ালি প্রচার করা হয়নি। তবে বিশ্বস্ত সূত্রমতে ২০২১ সাল থেকে এই সিরিজের আর কোন ফোন বাজারে আনতে কাজ করছেনা স্যামসাং। তার বদল গ্যালাক্সি এস সিরিজের এস২১ এবং ফোল্ডিং মোবাইলগুলোতে স্টাইলাস যোগ করতে চাইছে প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তি বিশ্লেষক টম ক্যাং জানান, করোনার কারনে এবছর স্যামসাং নোট সিরিজের বিক্রি ৫ থেকে ৮ মিলিয়ান পর্যন্ত কমবে। গ্যালাক্সি এস সিরিজের কমবে ৫ থেকে ৩০ মিলিয়ন। এছাড়া এমন সিদ্ধান্তে আইফোন ১২ মডেলগুলোর হাত আছে বলেও মন্তব্য করেন টম। কেননা গ্যালাক্সি নোট ২০ এর দাম যেখানে ধরা হয় ৯৯৯ ডলার। সেখানে আইফোন ১২ মডেলগুলো ‍শুরু হয়েছে ৬৯৯ ডলার থেকে। 


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত