রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহাকাশে ৩০ লাখ নতুন ছায়াপথের সন্ধান পেলো অস্ট্রেলিয়ান টেলিস্কোপ

সাই-টেক ডেস্ক

১৩:১৩, ১ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৬:০৪, ১ ডিসেম্বর ২০২০

৪৮৩

মহাকাশে ৩০ লাখ নতুন ছায়াপথের সন্ধান পেলো অস্ট্রেলিয়ান টেলিস্কোপ

অত্যাধুনিক টেলিস্কোপের সাহায্যে মহাকাশে সন্ধান মিলেছে ৩০ লাখেরও বেশি নতুন ছায়াপথের (গ্যালেক্সি)। সোমবার (৩০ নভেম্বর) রাতে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ান মহাকাশ বিজ্ঞানীরা। 

দেশটির মহাকাশ সংস্থা সিএসআইআরও এর দাবি, তাদের নতুন টেলিস্কোপটি (দূরবীক্ষণযন্ত্র) মহাকাশের নতুন মানচিত্র তৈরি করেছে। রেকর্ড পরিমান কম সময়ে নজিরবিহীন সাফল্য দেখিয়েছে তাদের টেলিস্কোপ। 

নতুন টেলিস্কোপটি সর্বমোট ৩০ লাখ নতুন ছায়াপথের সন্ধান পেয়েছে। সমীক্ষা বলছে যে, অস্ট্রেলিয়ার টেলিস্কোপ দিয়ে যে ছবি পাওয়া গেছে সেটাতে অন্য যে কোন ছবির চেয়ে দ্বিগুন বিস্তারিত তথ্য পাওয়া গেছে। 

ছবি প্রকাশের পর জ্যোতির্বিদরা আশা করছেন নতুন টেলিস্কোপটির সাহায্যে মহাকাশের আরও নতুন নতুন বিষয় আবিষ্কার করা যাবে। 

সিএসআইআরও বলছে, মহাকাশ ম্যাপিংয়ে নতুন টেলিস্কোপটির সময় লেগেছে মাত্র ৩০০ ঘন্টা। যেখানে আগের সব মহাকাশ জরিপে সময় লেগেছিল কয়েক বছর। 

সংস্থাটির শীর্ষস্থানীয় বিজ্ঞানী ড. ডেভিড ম্যাককনেল বলেন, টেলিস্কোপটি থেকে প্রাপ্ত উপাত্তের সাহায্যে তারা’র গঠন থেকে শুরু করে ছায়পথ এবং তাদের অতি-বৃহত্তর ব্ল্যাকহোল কীভাবে বিকশিত হয় ও কাজ করে সে সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করা সম্ভব হবে।

ভবিষ্যতে অনুসন্ধানে আরও কয়েক মিলিয়ন নতুন ছায়াপথ খুঁজে পাওয়ার আশা করা হচ্ছে বলেও জানান তিনি।

টেলিস্কোপ থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ ফলাফল মঙ্গলবার (১ ডিসেম্বর) পাবলিকেশন অব দ্য অ্যাস্ট্রনমিকল সোসাইটি অব অস্ট্রেলিয়া তে প্রকাশ করা হয়েছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত