রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সহজেই হ্যাক করা যায় স্মার্ট ডোরবেল

সাই-টেক ডেস্ক

১২:৩০, ২৪ নভেম্বর ২০২০

আপডেট: ১৫:৩৯, ২৪ নভেম্বর ২০২০

৩৬২

সহজেই হ্যাক করা যায় স্মার্ট ডোরবেল

মানুষের জীবন সহজ করতে বাজারে আসছে নতুন নতুন প্রযুক্তি। তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় এখন স্মার্ট ডোরবেল ও লক। এই স্মার্ট ডোরবেলে কয়েক ধরনের প্রাযুক্তিক সুবিধা আছে। 

বাইরে থেকে কেউ এসে যেমন বেল হিসেবে এটা প্রেস করতে পারবেন তেমনি সেট করে দিলে পাসওয়ার্ডের সাহায্যে দরজা খোলারও ব্যবস্থা আছে। চাইলে মোবাইল থেকেও দরজা খোলা বা বন্ধ করা যায়। এমন সুবিধা পেয়ে মানুষ উচ্ছ্বাসিত হলেও উল্টো হ্যাক হওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে এক গবেষণায়। 

জনপ্রিয় স্মার্ট ডোরবেলগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক ত্রুটি আছে। এমনটাই দাবি প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান উইচ এর।

প্রতিষ্ঠানটি বলছে অ্যামাজন বা ই-বে এর মতো বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে যে স্মার্ট ডোরবেল বিক্রি হচ্ছে সেগুলো খুব সহজেই হ্যাক করা যায় এবং চাইলেই বন্ধ করে দেয়া সম্ভব। এধরনের ডোরবেল বাজারজাতে আইনী পদক্ষেপ নেয়ার দাবিও করছে উইচ। 

এমন অভিযোগ উঠার পরপরই অ্যামাজন তাদের ওয়েবসাইট থেকে এমন ৭টি প্রোডাক্ট সরিয়ে ফেলেছে। 

পরীক্ষার জন্য অনলাইন মার্কেটপ্লেস থেকে কিহু, সিট্রনিক ও ভিকচার ব্রান্ডের  ১১টি ডিভাইস কিনে উইচ। পরে পরীক্ষা করে দেখা যায় সবগুলোর পাসওয়ার্ড ব্যবসস্থাপনায় বা ডাটা এনক্রিপশনে ব্যাপক ত্রুটি আছে। 

তারমাঝে এমন দুটি ডিভাইস ছিল যার পাসওয়ার্ড হ্যাক করে ঘরের অন্যান্য ইলেকট্রনিক স্মার্ট ডিভাইসও হ্যাক করা খুবই সহজ। 

যুক্তরাজ্যে অ্যামাজনে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছিল ভিকচারের স্মার্ট ভিডিও ডোরবেল। গবেষণায় দেখা গেছে এই ডিভাইস ব্যবহারকারী অনেকের নাম ও পাসওয়ার্ড এনক্রিপ্ট হয়ে সরাসরি চীনের একটি সার্ভারে চলে যাচ্ছে। 


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত