রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘জুম’ কে হারাতে মাইক্রোসফটে আনলিমিটেড ফ্রি কলিং

সাই-টেক ডেস্ক

১৬:১১, ২৩ নভেম্বর ২০২০

আপডেট: ১৬:৪৯, ২৩ নভেম্বর ২০২০

৪৯৯

‘জুম’ কে হারাতে মাইক্রোসফটে আনলিমিটেড ফ্রি কলিং

বিনা পয়সায় আনলিমিটেড ভিডিও ও ভয়েস কলের সুযোগ দিচ্ছে মাইক্রোসফট। যেখানে ৩০০ জন অংশগ্রহণকারী চাইলে ২৪ ঘন্টাই কলে যুক্ত থাকতে পারবেন। এছাড়া একই সাথে ২৫০ জন মানুষ গ্রুপে চ্যাট করতে পারবেন এবং ভিডিওকলে থাকাকালীন ৪৯ সদস্যকে একই সাথে স্ক্রিনে দেখা যাবে। 

সোমবার (২৩ নভেম্বর) একটি ব্লগ পোস্টে এই কথা জানায় মাইক্রোসফট। ‘মাইক্রোসফট টিমস’ নামের এই অ্যাপের বর্তমান ব্যবহারকারীরা সবার আগে সুবিধাটি পাবেন। বাকিরা আগামী সপ্তাহের মধ্যেই এই নতুন ফিচার পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

গত সপ্তাহে ‘জুম’ ঘোষণা দিয়েছিল ২৬ নভেম্বর থেকে তাদের ভিডিও কলের যে ৪০ মিনিটের সীমাবদ্ধতা ছিল তা উঠিয়ে নেয়া হচ্ছে। তবে টাকা খরচ করেই মিটিং পরিচালনা করতে হবে গ্রাহকদের। জুমের পরপরই মাইক্রোসফটের এমন ঘোষণায় ধারনা করা হয় ভিডিও কলের ক্রমবর্ধমান বাজার নিজেদের দখলে রাখতে চায় প্রতিষ্ঠানটি। 

হোস্ট ছাড়া মাইক্রোসফট টিমসে যুক্ত হতে এখন থেকে অংশগ্রহণকারীদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতাও থাকছে না। ওয়েব ব্রাউজারের মাধ্যমেই মিটিংয়ে অংশ নিতে পারবেন সবাই যার জন্য অ্যাপটিও ডাউনলোড করতে হবেনা। 

জুলাই থেকে ফ্রি কল করার সুযোগ দেয়ার পর থেকেই ব্যাপকভাবে বেড়েছে মাইক্রোসফট টিমসের ব্যবহার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা জানান, বর্তামানে অ্যাপটি ব্যবহার করছেন ১১৫ মিলিয়ন মানুষ। আগামী দিনে আরও নতনু ফিচার আনার কথাও জানিয়েছেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত