রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১২ ভাঙলো ১১ রেকর্ড 

সাই-টেক ডেস্ক

১৬:৪৫, ১৮ নভেম্বর ২০২০

আপডেট: ১৬:৫০, ১৮ নভেম্বর ২০২০

৪৭৪

১২ ভাঙলো ১১ রেকর্ড 

মাত্র কয়েক সপ্তাহ আগে আইফোন ১২ সিরিজ বাজারে এসেছে। তখন থেকেই স্মার্টফোনটি সম্পর্কে অনেক রিভিউ প্রকাশ হচ্ছে বিভিন্ন মাধ্যমে। তবে আইফোন ১২ প্রো ম্যাক্স সম্পর্কে সবচেয়ে বড় মন্তব্য করেছে ডিসপ্লেমেট। 

সংস্থাটি তাদের রিভিউতে এই মডেলটিকে ‘সেরা স্মার্টফোন ডিসপ্লে’ হিসেবে ঘোষণা দিয়েছে। যেখানে প্রথমবারের মতো কোন মোবাইলের ডিসপ্লেকে সর্বোচ্চ এ+ গ্রেড দেয়া হয়েছে।  

এখানে সবচেয়ে মজার বিষয় হলো শাওমি, ওয়ানপ্লাস এবং স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠান ১২০ হার্টজ এর ডিসপ্লে বাজারে এনেও এই গ্রেড অর্জন করতে পারেনি। অথচ আইফোন ১২ সিরিজের ফোনগুলোর ডিসপ্লে এখনও ৬০ হার্টজ!

শুধু ডিসপ্লে নয় আরও ১১ টি রেকর্ড আছে যা ভেঙ্গে দিয়েছে আইফোন ১২ প্রো ম্যাক্স। এর আগে আইফেন ১১ প্রো ভেঙেছিল সর্বোচ্চ ৯টি রেকর্ড। 
 
আইফোন ১২ প্রো ম্যাক্সের গড়া ১১ টি রেকর্ড হচ্ছে

১. সর্বোচ্চ নিখুঁত রঙ (০.৯ জেএনসিডি) প্রকাশে সক্ষম।

২. ছবির কনট্রাস্ট ও সূক্ষতার স্কেল (২.১৯ গামা)। যা কোনো স্মার্টফোনে সর্বোচ্চ। অর্থাৎ জুম করলেও ছবিগুলো ফাটবেনা।

৩. ওএলইডি স্মার্টফোনগুলোর মাঝে সর্বোচ্চ ফুল স্ক্রিন ব্রাইটনেস। 

৪.  পুরো স্ক্রিনে অ্যামবিয়েন্ট লাইটের দিক থেকে সর্বোচ্চ কনট্রাস্ট রেটিং। 

৫. কম আলোতেও সবচেয়ে উজ্জ্বল ছবি তুলতে সক্ষম।

৬. সর্বনিম্ন স্ক্রিন প্রতিফলন ( ৪.৮ শতাংশ)।

৭. রঙের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ ক্যাপচার করতে সক্ষম।

৮. বিভিন্ন কোণ থেকেও ব্রাইটনেসের সর্বনিম্ন তারতম্য। 

৯. সর্বোচ্চ স্ক্রিন রেজুলেশন (২.৮কে  বা ২৭৭৮ * ১২৮৪)। উল্লেখ্য, কোনো স্মার্টফোনে ৪কে রেজুলেশনের ভিডিও দেখা যায়না।

১০. ছবির বৈপরীত্য ও গভীরতা এতটাই সূক্ষ্ম যে বাস্তব ছবি থেকে আলাদা করা যায় না।

১১.  বাস্তবের আলো ছবিতে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ নির্ভুলতা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত