রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা সুরক্ষায় গুগল ম্যাপে নতুন ফিচার

সাই-টেক ডেস্ক

১১:৩৯, ১৮ নভেম্বর ২০২০

আপডেট: ১১:৪০, ১৮ নভেম্বর ২০২০

৪২৬

করোনা সুরক্ষায় গুগল ম্যাপে নতুন ফিচার

কোভিড-১৯ সময়েও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নতুন এক ফিচার যুক্ত হয়েছে গুগল ম্যাপে। এখন থেকে অ্যাপলিকেশনটিতে সার্চ করেই জানা যাবে কোন অঞ্চলে করোনা শনাক্তের সংখ্যা কত। সেই সাথে সেখানকার করোনা পরিস্থিতির লিংকও চলে যাবে গ্রাহকের কাছে। এছাড়াও জানা যাবে কোন জায়গায় কতটা ভিড়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে এই আপডেট ফিচার চালু করেছে গুগল। তবে করোনা সুরক্ষায় এটা তাদের প্রথম পদক্ষেপ নয়। গত কয়েকমাসেই ২৫০ টি নতুন ফিচার যুক্ত করেছিল প্রতিষ্ঠানটি।

গুগল ম্যাপের ভাইস প্রেসিডেন্ট ডেন গ্লাসগো বলেন, এখন থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকরা  রিয়েল টাইম ফিডেব্যাকের মাধ্যমে বাস, ট্রেন বা অন্য যানবাহনে কতটা ভিড় তা জানতে পারবেন। 

এছাড়াও গাড়ি চালকদের জন্য গুগল অ্যাসিস্টান্টে যুক্ত হয়েছে নতুন সুবিধা। এখন থেকে ভয়েসের মাধ্যমেই মোবাইল থেকে কল করা ও রিসিভ করা যাবে। এমনকি টেক্সটও পাঠানো যাবে ভয়েসের মাধ্যমে। কোন মেসেজ আসলে যাতে আপনাকে মোবাইলের দিকে তাকাতে না হয় তাই টেক্সট পড়েও শুনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট।

আপনার ফোনে এখনও এই আপডেট না আসলে আর অল্প কিছুদিন অপেক্ষা করুন। খুব জলদিই সবাই এই সুবিধা পাবে বলে জানিয়েছে গুগল। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত