রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘ওয়ান মোর থিং’-এ অ্যাপলের নানা কিছু

সাই-টেক ডেস্ক

১৪:৪৩, ১১ নভেম্বর ২০২০

আপডেট: ১৫:৩৬, ১১ নভেম্বর ২০২০

৪৬৭

‘ওয়ান মোর থিং’-এ অ্যাপলের নানা কিছু

গত কয়েক মাস খুব ব্যস্ত সময় গেছে অ্যাপলের। প্রথমে বাজারে এসেছে তাদের নতুন আইপ্যাড, তারপর ৫জি সম্পন্ন আইফোন ১২। আর বুধবার (১১ নভেম্বর) সর্বশেষ ঘোষণা দিয়েছে নিজস্ব প্রসেসরযুক্ত ম্যাকের। যার মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বিখ্যাত এই প্রযুক্তি প্রতিষ্ঠান। 

বছরের শুরুতেই অ্যাপল তাদের ডেভলেপর সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছিল এই বছরেই তারা বাজারে আনবে নিজস্ব এআরএম ভিত্তিক অ্যাপল সিলিকন চিপ। কাল বছরের তৃতীয় ইভেন্টে এসে সে প্রতিশ্রুতি রক্ষা করেছে অ্যাপল। 

অ্যাপল তাদের সিলিকন চিপের নাম দিয়েছে ‘এম ১’। আর এই এম ১ হলো প্রথম কম্পিউটার চিপ যা ১৬ বিলিয়ন ট্রান্জিস্টরসহ ৫এনএম প্রক্রিয়াতে বানানো। এটাকে অ্যাপলের লো-পাওয়ার সিস্টেমের অনুকূল করে তৈরি করা হয়েছে, যা খুবই ছোট আকারের হলেও সবচেয়ে বেশি কার্যকরী হবে। 

অ্যপল বলছে এই চিপ প্রতি ওয়াটে সর্বোচ্চ সিপিইউ পারফরমেন্স দিতে সক্ষম। এছাড়া চিপের ব্যাটারির মেয়াদকাল ইন্টেলের চেয়ে দ্বিগুণ হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

ইভেন্টের নাম ‘ওয়ান মোর থিং’ হলেও নতুন তিনটি ম্যাকের ঘোষণা দিয়েছে অ্যাপল। সেগুলো হলো ম্যাকবুক এয়ার, ম্যাক মিনি, ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো। আগামীকাল (১২ নভেম্বর) থেকেই এগুলো বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

এদিকে  নতুন ম্যাকবুক এয়ারের দাম আগের মতই (৯৯৯ ডলার বা ৮৪ হাজার ৫শ টাকা) আছে, তবে তা কাজ করবে আগের চেয়ে সাড়ে তিনগুণ গতিতে। এছাড়া ম্যাক মিনির দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার (৬০ হাজার টাকা)। আর ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো-এর দাম নির্ধারণ হয়েছে ১২৯৯ ডলার (১ লাখ ১০ হাজার টাকা)

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত