শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাঠানো ইমেইল ফেরত আনবেন কীভাবে?

সাই-টেক ডেস্ক

০১:১৬, ২৮ মার্চ ২০২২

৫৪২

পাঠানো ইমেইল ফেরত আনবেন কীভাবে?

অনেক সময় দেখা যায় কোনও ই-মেইলের ক্ষেত্রে ভুলে অনেক মেইল চলে গেছে। অথবা মেইলটি পাঠানোর পরপরই মনে হয়, সঠিক কথাটা লেখা হয়নি। কিংবা ফাইল অ্যাটাচ করতে ভুলে গেছেন।

এমন অবস্থায় অনেককেই পড়তে হয়। তবে কৌশল জানা থাকলে এ ধরনের সমস্যা এড়ানো যায়।

জিমেইল সাধারণত ৫ সেকেন্ডের মধ্যে একটি পাঠানো মেইল ঠেকানোর উপায় আছে। অর্থাৎ কোনও মেইল কাউকে সেন্ড করার পর পাঁচ সেকেন্ডের মধ্যে চাইলে সেটিকে প্রত্যাহার করা যায়। কিন্তু সবসময় তো পাঁচ সেকেন্ডের মধ্যে কাজটা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে জিমেইল ব্যবহাকারীরা সময়টাকে চাইলে বাড়িয়ে নিতে পারেন।

প্রথম স্টেপ ➢ আপনার জিমেইল ইনবক্সের শীর্ষে গিয়ার আইকনে ক্লিক করুন, তারপর "See all settings"-এ ক্লিক করুন।

দিত্বীয় স্টেপ ➢ এখন জেনারেল ট্যাবটি (General tab) খুঁজুন, তারপর 'Undo Send' সেটিংটির সন্ধান করুন। এই লিস্ট থেকে উপযুক্ত টাইমার সিলেক্ট করুন। ২০ বা ৩০ সেকেন্ড সময়ই এক্ষেত্রে যথেষ্ট বলে বিবেচনা করা যেতে পারে।

তৃতীয় স্টেপ ➢ সবশেষে Save Changes বাটনে ক্লিক করুন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত