সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মত পাল্টেছেন ট্রাম্প, এবার হিল্লে হলো টিকটকের

০৭:৪১, ৪ আগস্ট ২০২০

৭৮১

মত পাল্টেছেন ট্রাম্প, এবার হিল্লে হলো টিকটকের

করোনার চেয়ে টিকটক নিয়েই যেনো আলোচনা বেশি হচ্ছে। আর তাতে বাতাস চড়িয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। সোজাসাপ্টা বলে দিলেন, টিকটক আমেরিকায় নিষিদ্ধ থাকবে। চীনা মালিকানাধীন এমন একটি ভিডিও অ্যাপ তার দেশের তথ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলবে।

কিন্তু ততদিনে অবশ্য সেদেশেরই কোম্পানি মাইক্রোসফট টিকটক কিনে নেওয়ার কথা বলেছে। সেদিকটায় খেয়াল না করেই ট্রাম্প বলে দিলেন তার কথা। আর বরাবরের মতোই যা হয়, পরে টের পেলেন ভুল হয়ে গেছে। ফলে এখন মত পাল্টালেন। বললেন, মাইক্রোসফট চাইলে টিকটক কিনে নিতে পারে।

আর তা হলে, যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হবে না এই ভিডিও অ্যাপটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত