শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চেরনোবিলে তেজস্ক্রিয়তা মাত্রায় ঊর্ধ্বগতি, বেড়েছে ২০ গুণ

সাই-টেক ডেস্ক

১৪:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২২

৪৫০

চেরনোবিলে তেজস্ক্রিয়তা মাত্রায় ঊর্ধ্বগতি, বেড়েছে ২০ গুণ

রাশিয়ার সেনাদের চেরনোবিলে হামলা করে তা দখলে নেওয়ার পর সেখানকার রেডিয়েশনের মাত্রা আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে।

১৯৮৬ সালে চেরনোবিলে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটে। চারপাশে রেডিয়েশন ছড়িয়ে পড়ে। ফলে পুরো শহরটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে।

এরপর থেকে চেরনোবিল এখন পর্যন্ত জনমানবহীন ভুতুড়ে শহর। রাশিয়ার সৈন্যদের আক্রমণের পর বর্তমান রেডিয়েশন পরিস্থিতিন উদ্ভব হয়েছে শহরটিতে।

চেরনোবিলের তেজস্ক্রিয়তার মাত্রার ওপর নজর রাখে এমন সংস্থার হিসেবে রেডিয়েশন লেভেল আগের চেয়ে ২০ গুণ বেশি বেড়ে গেছে।

তবে এর ফলে সেখানে আবার বড় কোনো পারমাণবিক অঘটন সৃষ্টি হবে না বলেই নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা।

রাশিয়ান ভারী যুদ্ধযানগুলো চেরনোবিলের মূল নিউক্লিয়ার প্ল্যান্টের আশেপাশে দাপিয়ে বেড়িয়েছিল। সেজন্যই দূষণের মাত্রা এ হারে বেড়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চেরনোবিল দখল নিয়ে ইউক্রেনের সেনাদের সাথে তীব্র লড়াই করে রাশিয়ার সশস্ত্র বাহিনী। পরে রাশিয়া চেরনোবিল দখল করে।

সূত্র: বিবিসি

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত