শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বায়ুদূষণ থেকে এলিয়েন খুঁজবে ওয়েব টেলিস্কোপ

সাই-টেক ডেস্ক

১৫:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২

৪৩৪

বায়ুদূষণ থেকে এলিয়েন খুঁজবে ওয়েব টেলিস্কোপ

জেইমস ওয়েব স্পেইস টেলিস্কোপ
জেইমস ওয়েব স্পেইস টেলিস্কোপ

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দূরবীক্ষণযন্ত্র জেইমস ওয়েব স্পেইস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)। এটি দিয়ে সৃষ্টির শুরুতে মহাশূন্যে কী হয়েছিল তাও অবলোকন করতে পারবেন বিজ্ঞানীরা।

তবে শুধু কি তা-ই? এর বাইরে এলিয়েন খোঁজার কাজটাও করবে এ টেলিস্কোপ।

এলিয়েনের অস্তিত্ব নিয়ে অনেকেই সন্দেহেই ভোগেন। কিন্তু মহাবিশ্বের সবকিছু যেহেতু এখনো আবিষ্কৃত হয়নি, তাই এলিয়েন সত্যিই আছে কিনা সে সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যায় না।

এলিয়েন যদি থেকে থাকে, তবে তাদের গ্রহও থাকবে। সে গ্রহের বায়ু দূষণের অনুসন্ধান করে এলিয়েন নিয়ে অনুসন্ধান চালাবে এ টেলিস্কোপ।

নতুন একটি গবেষণায় এ তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ব্লু মার্বেল স্পেইস ইনস্টিউট অব সায়েন্স নামের একটি প্রতিষ্ঠান এ গবেষণার কাজটি করেছে।

স্পেইস টেলিস্কোপটি যদি ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি) চিহ্নিত করতে পারে, তার অর্থ হবে এই গ্যাসটি কোনো বসবাসযোগ্য গ্রহ থেকেই আসছে।

তবে এখানে একটি সীমাবদ্ধতা রয়েছে। কোনো গ্রহের যদি অতিরিক্ত উজ্জ্বল নক্ষত্র থাকে, তাহলে সে গ্রহ থেকে নিঃসৃত সিএফসি গ্যাস খুঁজে পাবে না ওয়েব টেলিস্কোপ।

সূত্র: ডেইলি মেইল

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত