শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাস্কের ‘মঙ্গলের গাড়ি’ স্টারশিপ রকেট শীঘ্রই কক্ষপথে যাবে

সাই-টেক ডেস্ক

১৫:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২২

৫০৪

মাস্কের ‘মঙ্গলের গাড়ি’ স্টারশিপ রকেট শীঘ্রই কক্ষপথে যাবে

স্টারশিপ
স্টারশিপ

দানবাকৃতির স্টারশিপ রকেট নিয়ে সুখবর জানিয়েছেন স্পেইসএক্স-এর সিইও ও উদ্যোক্তা ইলন মাস্ক।

তিনি জানান আগামী দুয়েক মাসের মধ্যে স্টারশিপ রকেট কক্ষপথের দিকে রওনা দিতে পারবে।

যদি সবকিছু ঠিক থাকে এবং স্টারশিপ রকেট সফলভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে পারে, তাহলে মঙ্গলগ্রহে আবাস গড়ার জন্য আরও একধাপ এগিয়ে যাবেন মাস্ক।

স্টারশিপ রকেট ব্যবহার করেই মঙ্গলগ্রহে যাওয়ার পরিকল্পনা মাস্কের। এ রকেটটিটে ১০০ জন মানুষ চড়ে মঙ্গলে যেতে পারবে।

স্টারশিপ রকেটটি দেখতে সত্যিই দানবাকৃতির। একটি স্পেইস শাটলের উচ্চতা ৫০-৬০ মিটার। ফ্যালকন রকেটের উচ্চতা ৭০ মিটারের কিছু বেশি।

অ্যাপোলোর চন্দ্র অভিযানের সময় ব্যবহার করা স্যাটার্ন পাঁচ রকেটের উচ্চতা ১১০ মিটার।

আর মাস্কের স্টারশিপ রকেটটি পুরো ১২০ মিটার উঁচু। এতে থাকবে স্পেইস এক্স-এর তৈরি ৩৫টি র‍্যাপ্টর ইঞ্জিন।

স্টারশিপের দুইটি অংশ থাকবে। এর স্পেইসক্রাফটির নাম দেওয়া হয়েছে স্টারশিপ।

এ স্পেইসক্রাফটি একটি রকেটের ওপর বসানো থাকবে। এই রকেটের নাম সুপার হেভি।

সুপার হেভি আর স্টারশিপ স্পেইসক্রাফট, এ দুটো মিলে ১২০ মিটার উচ্চতার এই পুরো যৌথ সিস্টেমটি তৈরি করা হয়েছে যার নাম আবার স্টারশিপ রাখা হয়েছে।

অর্থাৎ, স্টারশিপ স্পেইসক্রাফট আর সুপার হেভি লাঞ্চ ভেহিকল মিলিয়ে ইলন মাস্কের স্টারশিপ রকেট তৈরি হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এর অনুমোদনের অপেক্ষায় আছেন মাস্ক।

আগামী মার্চ মাসের মধ্যে উড্ডয়নের অনুমতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সূত্র: বিবিসি

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত