শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথমবারের মতো শুক্রের ছবি তুললো নাসা’র প্রোব

সাই-টেক ডেস্ক

১৯:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৯:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২২

৪৭২

প্রথমবারের মতো শুক্রের ছবি তুললো নাসা’র প্রোব

শুক্রগ্রহকে বলা হয় পৃথিবীর 'দুষ্ট যমজ'। এখন পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেননি পাশাপাশি থাকা এ দুইগ্রহের মধ্যে পৃথিবী বাসযোগ্য হলেও, শুক্র কেন এরকম নিষ্প্রাণ হয়ে উঠলো।

সম্প্রতি নাসা'র পার্কার সোলার প্রোব নামের একটি মহাকাশযান প্রথমবারের মতো পৃথিবীর এ প্রতিবেশীর ছবি তুলতে সক্ষম হয়েছে।

সাধারণত ঘন মেঘের ভেতরে ঢাকা থাকার কারণে শুক্রগ্রহের সমতল দেখা যায় না।

কিন্তু ওই প্রোবের ছবিতে শুক্রের ভূমির দৃশ্যপট ফুটে উঠেছে। সেখানে আছে মহাদেশের মতো বিশাল অঞ্চল, সমতল ভূমি, ও বিভিন্ন উঁচু প্লেইট।

শুক্রের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় নিজের ওয়াইড-ফিল্ড ইমেজার বা ডব্লিউআইএসপিআর ব্যবহার করে দৃশ্যমান বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্যে গ্রহটির রাত্রিকালীন অবস্থাকে ধারণ করেছে।

এ ছবিগুলো ব্যবহার করে বিজ্ঞানীরা এখন শুক্রের খনিজ উপাদান, এর বিবর্তন ইত্যাদি নিয়ে জানতে পারবেন।

সূত্র: ডেইলি মেইল

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত