শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সব ভ্যারিয়েন্ট-প্রতিরোধী টিকা আবিষ্কারের দাবি ভারতীয় বিজ্ঞানীদের

সাই-টেক ডেস্ক

১৯:২০, ৬ ফেব্রুয়ারি ২০২২

৪০০

সব ভ্যারিয়েন্ট-প্রতিরোধী টিকা আবিষ্কারের দাবি ভারতীয় বিজ্ঞানীদের

করোনাভাইরাসের বর্তমানে বিদ্যমান ও ভবিষ্যতে তৈরি হতে পারে এমন সব ধরনের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর, এমন একটি পেপটাইড টিকা আবিষ্কারের দাবি করেছেন ভারতের বিজ্ঞানীরা।

পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও উড়িষ্যার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর বিজ্ঞানীরা এ টিকা তৈরি করেছেন।

তাদের গবেষণাটি জার্নাল অব মলিকিউলার লিকুইডস নামক একটি জার্নালে প্রকাশিত হওয়ার জন্য মনোনীত হয়েছে। তাদের তৈরি টিকার নাম দেওয়া হয়েছে আভিস্কোভ্যাক

ভ্যাক্সিনটি তৈরির কারিগরদের একজন গবেষক অভিজ্ঞান চৌধুরী বলেছেন তারা কম্পিউটেশনাল মেথড (গাণিতিক মডেল) ব্যবহার করে টিকাটি তৈরি করেছেন এবং এর পরের ধাপগুলোর মধ্যে রয়েছে এটি উৎপাদন করা ও পরীক্ষা করা।

সূত্র: পিটিআই

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত