বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টায় ৩ হাজার কোটি ডলার হারালেন জাকারবার্গ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২২

৩৯৬

২৪ ঘণ্টায় ৩ হাজার কোটি ডলার হারালেন জাকারবার্গ

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ

দীর্ঘ দেড় যুগের ইতিহাসে প্রথমবারের মত দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফেসবুকের। আর এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে ফেসবুকের বাজারমূল্যে ধস নেমেছে। একদিনে শেয়ার বাজারে ফেসবুকের বাজারমূল্য কমেছে ২৩০ বিলিয়ন ডলারের বেশি। 

যার প্রভাবে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদ কমেছে প্রায় ৩ হাজার ১০০ কোটি ডলার।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এক প্রতিবেদনে জানানো হয়, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। এর আগের তিন মাসে ব্যবহারকারী সংখ্যা ছিল ১৯৩ কোটি। এ খবর প্রকাশের পরই শেয়ার বাজারে প্রতিক্রিয়া হয়। 

ফোর্বসের তথ্যানুযায়ী গেল সপ্তাহের মঙ্গলবারও শীর্ষ ১০ ধনীর তালিকায় ৮ নম্বরে ছিলেন জাকারবার্গ। শেয়ারের মূল্য পতনের পর শুক্রবার সকালে তার অবস্থান নেমে যায় ১২ নম্বরে।

গত বছরের নভেম্বরেই শীর্ষ ধনীদের তালিকায় জাকারবার্গের অবস্থান ছিল তৃতীয়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত