শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কেবল মূল্যায়নের জন্য পেগাসাস কেনা হয়েছে বলে দাবি এফবিআই-এর

সাই-টেক ডেস্ক

১৫:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৫:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২২

৪২০

কেবল মূল্যায়নের জন্য পেগাসাস কেনা হয়েছে বলে দাবি এফবিআই-এর

ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি নজরদারি সফটওয়্যার পেগাসাস কিনেছে বলে নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

কিন্তু তারা দাবি করেছে কারও ওপর নজরদারি করার জন্য নয় বরং এ টুলটির মূল্যায়ন করার জন্যই কেনা হয়েছে সফটওয়্যারটি।

তাদের দাবি অত্যাধুনিক এই নজরদারি প্রযুক্তির বিষয়ে জানা ও হালনাগাদ থাকার জন্যই নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই কেবল এটি ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার তদন্তের উদ্দেশে কারও ওপর পেগাসাস ব্যবহার করেনি বলেই দাবি সংস্থাটির।

এফবিআই-এর মতে তারা উদ্বিগ্ন ছিল এ ভেবে যে এই স্পাইওয়্যারটি ভুল মানুষের হাতে পড়তে পারে।

২০১৯ সালে ট্রাম্পের ক্ষমতায় থাকার সময় পেগাসাস কেনে এফবিআই। এ ক্রয়ের খবর প্রথম প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস

সূত্র: দ্য উইক

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত