শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাস্ক পরেই ফেইস আইডি দিয়ে আইফোন আনলক করার সুবিধা আনছে অ্যাপল

সাই-টেক ডেস্ক

১৬:৩২, ৩০ জানুয়ারি ২০২২

৪৪৯

মাস্ক পরেই ফেইস আইডি দিয়ে আইফোন আনলক করার সুবিধা আনছে অ্যাপল

করোনাভাইরাস শুরু হওয়ার দুই বছর পর অবশেষে মাস্ক পরেই ফেইস আনলক সুবিধা ব্যবহার করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।

অ্যাপল-এর ফেইস রেকগনিশন সিস্টেম-এর নাম ফেইস আইডি। এটি ব্যবহার করে আইফোন ব্যবহারকারীরা কেবল ফোনের দিকে তাকিয়েই ফোন আনলক করতে পারেন।

সামনের আইওএস ১৫.৪ আপডেটে ব্যবহারকারীদের আর মাস্ক খুলে ফেইস আইডি ব্যবহার করার প্রয়োজন হবে না। এই আপডেটটি বর্তমানে বেটা টেস্টিং-এ আছে।

ফ্লোরিডার একজন বেটা টেস্টার ব্র্যান্ডন বুচ তার টুইটারে নতুন এই আপডেটের ছবি পোস্ট করেছেন।

সেখানে দেখা গেছে ফেইস আইডি উইদ মাস্ক অপশনটি ব্যবহারকারী অন-অফ করে রাখার অপশন রয়েছে। যদিও অ্যাপল জানিয়েছে ফেইস আইডি সবচেয়ে বেশি কার্যকর যখন পুরো মুখমণ্ডলের ছবি দেখা যায়।

সূত্র: দ্য ডেইলি মেইল

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত