শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানুষের সহায়তা ছাড়াই সার্জারি করলো রোবট

সাই-টেক ডেস্ক

১৯:০৩, ২৯ জানুয়ারি ২০২২

৪৩৭

মানুষের সহায়তা ছাড়াই সার্জারি করলো রোবট

স্মার্ট টিস্যু অটোনমাস রোবট
স্মার্ট টিস্যু অটোনমাস রোবট

মানুষের সহায়তা ছাড়াই একটি শূকরের দেহে অস্ত্রোপচার করলো রোবট। এ ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ে।

ওই রোবটটি শূকরের পেটে ল্যাপারোস্কোপিক সার্জারি করেছে।

ল্যাপারোস্কোপিক সার্জারিতে পেটে বেশি ক্ষত সৃষ্টি না করেই পেটের ভেতরে শল্যচিকিৎসা করা যায়। স্মার্ট টিস্যু অটোনমাস রোবট (স্টার) নামক ওই রোবটটি চারবার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছে।

সায়েন্স রোবোটিকস নামের একটি জার্নালে এ পরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ ধরনের অস্ত্রোপচার খুবই সতর্কতার সাথে করতে হয় বলে জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। এমনকি ছোটখাটো কোনো ভুল থেকেও রোগীর অবস্থা করুণ হতে পারে।

কিন্তু ওই রোবটটি নির্ভুলভাবে চারবার অস্ত্রোপচার করেছে তো বটেই, তার ওপর কয়েকটি ক্ষেত্রে এটি মানুষেে চেয়ে বেশি নৈপুণ্য প্রদর্শন করেছে।

এই রোবট প্রজেক্টটি জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিন ক্যাং ও ওয়াশিংটন ডিসি'র চিলড্রেনস ন্যাশনাল হসপিটাল-এর একটি যৌথ উদ্যোগ ছিল।

সূত্র: নার্ডিস্ট

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত