শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টেসলা’র গাড়ির চেয়ে বেশি জমবে রোবটের ব্যবসায়, দাবি মাস্কের

সাই-টেক ডেস্ক

১৯:০৩, ২৭ জানুয়ারি ২০২২

৪৬২

টেসলা’র গাড়ির চেয়ে বেশি জমবে রোবটের ব্যবসায়, দাবি মাস্কের

টেসলা`র অপটিমাস রোবট
টেসলা`র অপটিমাস রোবট

টেসলা কোম্পানির সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পণ্য কোনটি? প্রায় সবাই বলবেন টেসলার ইলেকট্রিক গাড়ি।

কিন্তু ইলন মাস্কের দিক থেকে ব্যাপারটা কিন্তু তা নয়। কারণ তার হাতে এখন আরও বড় তুরুপের তাস রয়েছে।

সামনে রোবটের ব্যবসায় শুরু করতে যাচ্ছেন মাস্ক। অপটিমাস নামের ওই মানুষের মতো দেখতে রোবটই ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বেশি বিক্রিত টেসলা পণ্য হয়ে উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন এ বিলিয়নিয়ার।

এ রোবটটিকে এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ডেভেলপমেন্ট হিসেবে উল্লেখ করেছেন ইলন মাস্ক।

২০২১ সালের আগস্ট মাসে ৫ ফুট ৮ ইঞ্চি দৈর্ঘ্যের ওই রোবটটির নকশা উন্মোচন করেছিল টেসলা। ঘণ্টায় পাঁচ মাইল বেগে চলতে সক্ষম এই হিউম্যানয়েড রোবটটি মানুষের জন্য ক্ষতিকর, একঘেয়ে কাজগুলো করতে সক্ষম।

এ বছরের কোনো একসময় রোবোটটির প্রোটোটাইপ উন্মোচন করা হতে পারে বলে জানিয়েছেন মাস্ক।

এ রোবটে অনেকগুলো ক্যামেরা ও স্বচালন সফটওয়্যার রয়েছে বলে জানা গেছে। এটি ২০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম হবে।

সূত্র: টেকস্পটইয়াহু নিউজ

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত