শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহাকাশে নিজের চূড়ান্ত অবস্থানে পৌঁছেছে ওয়েব টেলিস্কোপ

সাই-টেক ডেস্ক

১৫:০১, ২৫ জানুয়ারি ২০২২

৪৭৭

মহাকাশে নিজের চূড়ান্ত অবস্থানে পৌঁছেছে ওয়েব টেলিস্কোপ

জেইমস ওয়েব স্পেইস টেলিস্কোপ
জেইমস ওয়েব স্পেইস টেলিস্কোপ

মহাকাশের যে স্থানে অবস্থান করে মহাবিশ্বকে পর্যবেক্ষণ করবে, সে স্থানে পৌঁছেছে নাসা'র জেইমস ওয়েব স্পেইস টেলিস্কোপ।

উৎক্ষেপণের ৩০ দিন পর নিজের এ অবস্থানে পৌঁছালো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ টেলিস্কোপটি।

দ্য ল্যাগরেঞ্জ পয়েন্ট ২ নামে পরিচিত স্থানটি রাতের পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত। এ পয়েন্টিকে বলা হয় পৃথিবী ও সূর্যের মধ্যকার পাঁচটি 'সুইট স্পট'-এর একটি। কারণ এখানে স্যাটেলাইটগুলো অল্প পরিমাণ কসরত করেই তাদের অবস্থান বজায় রাখতে পারে। ফলে কম জ্বালানি খরচ হয়।

পাঁচ মিনিটের থ্রাস্টার বার্ন করার মাধ্যমে নিজের অবস্থানে পৌঁছায় টেলিস্কোপটি। এখন পৃথিবীতে থাকা এ টেলিস্কোপের নিয়ন্ত্রকেরা এটিকে পরবর্তীধাপের জন্য প্রস্তুত করবে।

এগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে টেলিস্কোপের সাড়ে ছয় মিটার প্রশস্ত আয়নাগুলোর ফোকাস ঠিক করা।

২০২১ সালের ২৫ ডিসেম্বর বড়দিনের দিন ফ্রেঞ্চ গিয়ানা থেকে আরিয়ান ৫ রকেটে করে জেইমস ওয়েবকে মহাশূন্যে প্রেরণ করা হয়।

জেইমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে অতীতের সময়কে পর্যবেক্ষণ করা যাবে। সেজন্য এটাকে 'টাইম মেশিন' উপাধি দিয়েছেন বিজ্ঞানীরা। এ টেলিস্কোপ ১৩০০ কোটি বছর আগে যখন প্রথম তারকারাজি ও গ্যালাক্সিগুলোর জন্ম হচ্ছিল তখনকার ছবি তুলবে।

এছাড়া ১০ বিলিয়ন ডলার মূল্যের ওয়েব টেলিস্কোপ মহাজাগতিক প্রাণ খোঁজার কাজটিও করবে।

সূত্র: বিবিসিদ্য গার্ডিয়ান

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত