শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নভোচারী সংকট প্রবল হচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসায়

সাই-টেক ডেস্ক

১৬:২৫, ১৯ জানুয়ারি ২০২২

৪৩৪

নভোচারী সংকট প্রবল হচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসায়

বর্তমানে বিভিন্ন মিশন পরিচালনা করার জন্য নাসা'র কাছে যথেষ্ট পরিমাণে নভোচারী থাকলেও ভবিষ্যতের প্রজেক্টগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য নভোচারী সংকটে পড়তে পারে মার্কিন এ মহাকাশ সংস্থাটি।

নাসার অ্যাস্ট্রোনট কোর-এর ২০২২ ও ২০২৩ সালে সদস্য সংকটে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর কারণ হচ্ছে অনেক নভোচারী অবসরে চলে গেছেন এবং আগের তুলনায় বর্তমানে বেশি মিশন পরিচালনা করছে সংস্থাটি।

বর্তমানে নাসা'র অ্যাস্ট্রোনট কোরে ৪৪ জন নভোচারী রয়েছেন যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। এ হিসাবটি করেছে নাসা'র অডিট অফিস। এর ফলে নাসাকে সামনে নভোচারী বিষয়ক বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে। যেমন কোনো কারণে কোনো নভোচারী তার দায়িত্ব পালন করতে না পারলে তার জায়গায় রিজার্ভ নভোচারীকে নিয়োগ করতে পারবে না সংস্থাটি। এছাড়া গ্রাউন্ড অফিসার, বিভিন্ন সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা, মুখপাত্র ইত্যাদি পদেও মানবসম্পদ সংকটে পড়তে পারে নাসা।

নভোচারী সংকটরে কারণে নাসার অনেক মিশন পিছিয়ে যেতে পারে। তাই এখনই নতুন ১০ জন নভোচারীকে জানুয়ারি মাস থেকে দুই বছরের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে নাসা।

সূত্র: আরটি

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত