মানুষ বাদে অন্য প্রাণীর কি হার্ট অ্যাটাক হয়?
মানুষ বাদে অন্য প্রাণীর কি হার্ট অ্যাটাক হয়?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) তথ্য অনুযায়ী প্রতিবছর হদরোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় এক কোটি ৭৯ লাখ মানুষ মারা যায়। কিন্তু মানুষ বাদে আর কোনো প্রাণীর কি হার্ট অ্যাটাক হয়?
না, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বাদে অন্য কোনো প্রাণীর হার্ট অ্যাটাক হয় না। এমনকি শিম্পাঞ্জির জীবনেও হার্ট অ্যাটাক বলে কিছু নেই। তবে জীবজন্তু হার্ট অ্যাটাক বাদে অন্য ধরনের হৃদরোগে আক্রান্ত হতে পারে।
মানুষের হৃৎপিণ্ডে অবস্থিত রক্তনালি কোনো কারণে বন্ধ হয়ে গেলে তখন সেগুলো দিয়ে হৃৎপিণ্ডে অক্সিজেনসমৃদ্ধ রক্ত প্রবেশ করতে পারে না। ফলে অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের একটি টিস্যু মরে যায়। এর কারণে সামগ্রিকভাবে হার্টের কাজ বন্ধ হয়ে যেতে পারে। তখনই মানুষ মারা যায়।
জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’র অধ্যাপক ফ্লাভিও ফেন্টন বলেন, সব স্তন্যপায়ী প্রাণীরই হৃৎপিণ্ডের গঠন কাছাকাছি। সে অনুযায়ী তাদের সবারই হার্ট অ্যাটাক হওয়ার কথা। কিন্তু এমনটা হয় না।
প্রাণীদের শরীরেও চর্বি জমে। যেমন খাঁচায় বন্দী থাকা একটি শিম্পাঞ্জির শরীরে চর্বি জমার ঝুঁকি একজন অলস মানুষের শরীরে চর্বি তৈরি হওয়ার ঝুঁকির মতোই। আবার দেখা যায়, কিছ প্রাণীর শরীরে চর্বি জমার কথা থাকলেও তাদের রক্তনালি কখনো বন্ধ হয়ে যায় না।
তাহলে কেবল মানুষের হার্ট অ্যাটাক হয় কেন? বিজ্ঞানীরা মনে করেন, মানুষের মিউটেশন স্বতন্ত্র হওয়ায় হার্ট অ্যাটাক আমাদের শরীর ও জীবনযাত্রার অংশ হয়ে গিয়েছে। এ মিউটেশনের ফলে মানবদেহে সিএমএএইচ নামের একটি জিন কাজ বন্ধ করে দেয়।
বিজ্ঞানীরা এ জিনটি ইঁদুরের শরীরে প্রবেশ করানোর পর দেখা গেল, স্বাভাবিক ইঁদুরের চেয়ে এসব জিনগতভাবে পরিবর্তিত ইঁদুরের শরীরের রক্তনালিতে বেশি চর্বি জমেছে। তারপরও ইঁদুরগুলো কোনোপ্রকার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়নি। অর্থাৎ, শরীরবৃত্তীয় দিক থেকে হার্ট অ্যাটাক কেবল মানুষের একান্ত সমস্যা।
লাইভ সায়েন্স অবলম্বনে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট