২০২২-এ যেসব ফিচার আনতে পারে হোয়াটসঅ্যাপ
২০২২-এ যেসব ফিচার আনতে পারে হোয়াটসঅ্যাপ
২০২১ সালে বড়সড় আপডেট ও ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। বছরের ফেব্রুয়ারি মাসে গোপনীয়তা নীতি নিয়ে সমালোচনার মুখে পড়েছিল কোম্পানিটি। তা-তে প্রাথমিকভাবে অনেকেই হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য মেসেজিং অ্যাপে চলে গেলেও জনপ্রিয়তায় একটুও ধ্বস নামেনি হোয়াটসঅ্যাপ-এর।
২০২২ সালে নতুন কিছু ফিচারের গুঞ্জন শোনা যাচ্ছে। জেনে নেওয়া যাক সম্ভাব্য এ ফিচারগুলো।
মেসেজ রিয়্যাকশন
অন্যসব মেসেজিং অ্যাপ-এ যেকোনো মেসেজের ওপরই রিয়্যাকশন দেওয়া গেলেও হোয়াটস্যাপ এখনো এ ফিচারটি আনেনি। তবে আগামী বছর নতুন এ ফিচারটি যোগ হতে পারে হোয়াটসঅ্যাপ-এ। এতে ছয়টি ইমোজি থাকবে। এগুলো ব্যবহার করে যেকোনো মেসেজে রিয়্যাকশন প্রদান করা যাবে। এছাড়া কেউ আপনার মেসেজ-এ রিয়্যাকশন দিলে সেটিও দেখা যাবে এই ফিচারে।
কম্যিউনিটি
এ ফিচার অনুযায়ী অনেকগুলো গ্রুপকে যেকোনো একটি কম্যিউনিটির অধীনে একসাথ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। একটি কম্যিউনিটিতে ১০টি গ্রুপ যোগ করা যাবে। এক্ষেত্রে একটি অ্যানাউন্সমেন্ট সেকশন থাকবে যেটি শুধু অ্যাডমিন দেখতে পারবেন এবং যেখান থেকে একটি মেসেজ পাঠালে তা সকল গ্রুপের সদস্যদের কাছে পৌঁছে যাবে। কম্যিউনিটিতে গোলাকৃতি কোনবিশিষ্ট বর্গাকৃতির আইকন থাকবে যেখানে গ্রুপ আইকনগুলো দেখতে পুরোপুরি গোলাকার হয়।
অ্যানড্রয়েড থেকে আইওএস-এ চ্যাট স্থানান্তর
অনেক অনুরোধের পর হোয়াটসঅ্যাপ গত বছর চ্যাট স্থানান্তর ফিচারটি চালু করেছে। তবে এই ফিচার অনুযায়ী কেবল আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ব্যবহারকারী তার চ্যাটগুলো স্থানান্তর করতে পারতেন। এতে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্থানান্তর করার কোনো সুযোগ ছিল না। তবে আগামী বছর এ বাধা মুক্ত করতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ চ্যাট স্থানান্তর করতে পারবেন ব্যবহারকারী।
বিজনেস নিয়ারবাই
আশেপাশে থাকা যেকোনো বিজনেস অ্যাকাউন্ট কে সহজে খুঁজে বের করবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি। এই ফিচারে 'নিয়ারবাই বিজনেস' নামের একটি সেকশন থাকবে যেখানে সার্চ করলে আশেপাশে অবস্থিত রেস্তোরাঁ, মুদি দোকান, জামা-কাপড়ের দোকান ইত্যাদি খুঁজে পাবেন ব্যবহারকারীরা।
বিজনেস ইনসাইডার ইন্ডিয়া অবলম্বনে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট