শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহাকাশে স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক মানুষের নতুন বছর উদযাপন

সাই-টেক ডেস্ক

১৫:৪০, ১ জানুয়ারি ২০২২

৪৪২

মহাকাশে স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক মানুষের নতুন বছর উদযাপন

এ বছর সবচেয়ে বেশি পরিমাণ মানুষ মহাকাশ থেকে নতুন বছর উদযাপন করেছেন।

দুটো মহাকাশ স্টেশন সর্বমোট ১০ জন নভোচারী ২০২২ সালকে শূন্য থেকে স্বাগত জানিয়েছেন। এদের মধ্যে সাতজন ছিলেন ইন্টারন্যাশনাল স্পেইস স্টেশন এবং বাকি তিনজন ছিলেন চীনের তিয়াংগং স্পেইস স্টেশনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার স্পেইস কর্পোরেশন রসকসমস। রাশিয়ার গণমাধ্যম আরটি দেশটির একজন নভোচারী, অ্যান্টন শ্কাপলেরভ-এর মহাকাশে নতুন বছর উদযাপনের অভিজ্ঞতা'র কথা বর্ণনা করেছে।

সাধারণত মহাকাশ স্টেশনগুলোর নিউ ইয়ার পার্টিতে ব্ল্যাক ক্যাভিয়ার, মান্দারিন খাবার, ও ঐতিহ্যবাহী রাশিয়ান খাবারের প্রাধান্য থাকে।

১৯৮৬ সালে সোভিয়েত স্পেইস স্টেশন মির স্থাপনের পর থেকেই মহাকাশে নিয়মিত নতুন বছর উদযাপন করেন নভোচারীরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত