শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলিকন ভ্যালির বসদের মধ্যে যত প্রতিদ্বন্দ্বিতা

সাই-টেক ডেস্ক

১৫:৫২, ২৯ ডিসেম্বর ২০২১

৪৫০

সিলিকন ভ্যালির বসদের মধ্যে যত প্রতিদ্বন্দ্বিতা

সিলিকন ভ্যালিকে প্রযুক্তির স্বর্গ বলা হয়। এখান থেকে বিশ্বের অনেক সফল প্রযুক্তি প্রতিষ্ঠানের সূচনা হয়েছে। বেশীরভাগ প্রযুক্তি প্রতিষ্ঠানের এখানে সদরদপ্তর বা অফিস রয়েছে। এখানকার বিভিন্ন কোম্পানির বসদের মধ্যে যেমন বন্ধুত্ব রয়েছে, তেমনিভাবে রয়েছে দারুণ দ্বন্দ্বও। জেনে নেওয়া যাক এরকম কয়েকজন বিখ্যাত সিইও’র (প্রধান নির্বাহী কর্মকর্তা) মধ্যকার দ্বন্দ্বের কথা।

মার্ক জাকারবার্গ ও জ্যাক ডরসি

গত কয়েক বছরে টুইটারের সাবেক সিইও ও মেটা’র বর্তমান সিইও-এর মধ্যে দ্বন্দ্বের পরিমাণ বেড়ে গেছে। ২০১৯ সালে ফেইসবুক যখন ঘোষণা করেছিল রাজনৈতিক বিজ্ঞাপনের ফ্যাক্ট-চেক তারা করবে না, তখন ডরসি টুইটার থেকে পুরোপুরিভাবে রাজনৈতিক বিজ্ঞাপন মূলতবি করার ঘোষণা করেছিলেন।

টুইটারকেও ছেড়ে কথা কননি জাকারবার্গ। ২০১৯ সালে তিনি বলেছিলেন, টুইটার ফেইসবুকের মতো ভালো করতেই পারে না। এর দুমাস পরে ডরসি টুইটারে জাকারবার্গ-কে আনফলো করে দেন। তিনি মেটাভার্সের পরিকল্পনাকে ডিস্টোপিয়ান বলে উপহাস করেছেন।

ইলন মাস্ক ও বিল গেইটস

বিশ্বের শ্রেষ্ঠ এই দুই ধনী ব্যক্তির মধ্যে খুব একটা সদ্ভাব নেই। ২০২০ সালে গেইটস ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি সেবার গাড়ি কেনার সময় টেসলার বদলে পোর্শে কিনেছিলেন। এর উত্তরে মাস্ক বলেন, গেইটসের সাথে তার কথোপকথন সবসময় ‘হতাশাজনক’ ছিল।

২০২০ সালের জুলাই মাসে করোনাভাইরাস নিয়ে মাস্কের দৃষ্টিভঙ্গিকে ‘আপত্তিকর’ হিসেবে মন্তব্য করেন গেইটস। এছাড়া মাস্কের রকেট নিয়ে অতি উৎসাহ, ক্রিপ্টোকারেন্সির প্রমোশন এসবও খুব একটা পছন্দ করেন না বিল গেইটস।

টিম কুক ও মার্ক জাকারবার্গ

২০১৪ সাল থেকে এ দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সেসময় ফেইসবুকের দিকে ইঙ্গিত করে টিম কুক বলেন, যখন একটি অনলাইন সার্ভিস ফ্রিতে সেবা দেয়, তার মানে হচ্ছে মানুষ ভোক্তা নয়, বরং পণ্য হিসেবে বিবেচিত হয়।

শোনা যায়, টিম কুককে নিয়ে জাকারবার্গ এতটাই রেগে ছিলেন যে তিনি তার কোম্পানির নির্বাহী কর্মকর্তাদেরকে আইফোনের বদলে অ্যান্ড্রয়েড ব্যবহার করতে বলেছিলেন। ২০১৮ সালে এক ব্লগ পোস্টে, ফেইসবুক এ দুজনের মধ্যকার দ্বন্দ্ব ও মতের অমিলের কথা স্বীকার করে।

এদের বাইরে সিলিকন ভ্যালির বসদের মধ্যে যারা বিভিন্ন সময়ে দ্বন্দ্বে জড়িয়েছেন তারা হলেন ইলন মাস্ক ও জেফ বেজোস, ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ, কেভিন সিস্ট্রোম (ইনস্টাগ্রাম) ও জ্যাক ডরসি, স্টিভ জবস ও বিল গেইটস ইত্যাদি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত