রোববার   ০২ ফেব্রুয়ারি ২০২৫ || ১৯ মাঘ ১৪৩১ || ৩০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাস্কের স্যাটেলাইটের সাথে সংঘর্ষ এড়িয়েছিল চীনের মহাকাশ স্টেশন

সাই-টেক ডেস্ক

১৬:২২, ২৮ ডিসেম্বর ২০২১

৪৬৪

মাস্কের স্যাটেলাইটের সাথে সংঘর্ষ এড়িয়েছিল চীনের মহাকাশ স্টেশন

ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের সাথে সংঘর্ষ হওয়ার আশঙ্কায় চীনের মহাকাশ স্টেশনকে দুইবার নিজের স্থান পরিবর্তন করতে হয়েছিল বলে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে চীন।

এ বছরের ডিসেম্বর মাসে জাতিসংঘের কাছে এক অভিযোগে চীন জানিয়েছে, জুলাই ও অক্টোবর মাসে স্পেইসএক্স-এর স্টারলিংক স্যাটেলাইট চীনের মহাকাশ স্টেশনের খুব কাছে চলে আসে।

তখন স্টেশনের ভেতরে থাকা নভোচারীদের জীবনরক্ষার্থে চীনের মহাকাশ স্টেশনকে সংঘর্ষ রোধ করতে এর স্থান থেকে সরে যেতে হয়, যা ইভ্যাসিভ ম্যানুভার নামে পরিচিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য নিউ ইয়র্ক পোস্ট।

চীন জাতিসংঘের কাছে অনুরোধ জানিয়েছে সংস্থাটি যেন বিশ্বের যেসব দেশ আউটার স্পেইস চুক্তিতে স্বাক্ষর করেছে তাদেরকে চুক্তির বিষয়টি স্মরণ করিয়ে দিতে। দেশটি জানিয়েছে, চুক্তিভুক্ত দেশগুলোকে 'মহাকাশে নিজেদের জাতীয় কাজকর্মের জন্য আন্তর্জাতিক দায় নিতে হবে'।

স্পেইসএক্স চীনের এ অভিযোগের কোনো জবাব এখন পর্যন্ত দেয়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত